• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

আলহাজ্ব ডাঃ এমএ গফুরের কুলখানি অনুষ্ঠিত

প্রকাশ:  ৩১ আগস্ট ২০১৯, ০৯:৪০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরের সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব, ভাষাসৈনিক, চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, নিভৃতচারী সমাজসেবক রোটারিয়ান আলহাজ¦ ডাঃ এমএ গফুরের মৃতুতে কুলখানি অনুষ্ঠিত হয়েছে। এতে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩০ আগস্ট শুক্রবার বিকেলে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের পাশে গফুর প্রাঙ্গণে পরিবারের পক্ষ থেকে এ আয়োজন করা হয়। বক্তব্য রাখেন মরহুমের ছোট ভাই অ্যাডঃ ফজলুল হক সরকার ও মরহুমের ছোট ছেলে ড. শায়ের গফুর। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চৌধুরী জামে মসজিদের খতিব আলহাজ¦ মাওঃ হুসাইন আহমেদ।
উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদুল্লাহ মাস্টার, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ¦ জাহাঙ্গীর আখন্দ সেলিম, বিশিষ্ট রাজনীতিবিদ সফিউদ্দিন আহমেদ,জাতীয় দৈনিক অনুপমা পত্রিকার সম্পাদক ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ রোকনুজ্জামান রোকন, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক হায়দার চৌধুরী, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, ডাঃ মাইনুল ইসলাম মজুমদার, রোটাঃ নজরুল আমিন সাজু, দৈনিক ইলশেপাড় পত্রিকার প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমনসহ অন্যরা।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট শুক্রবার ভোর ৫টায় ডাঃ এমএ গফুর ঢাকার শমরিতা হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। ওইদিন বাদ জুমা পৌর ঈদগাহে নামাজে জানাজা শেষে শহরের বাসস্ট্যান্ডস্থ পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।