• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৬-এর পরিচিতি সভা

প্রকাশ:  ৩১ আগস্ট ২০১৯, ০৯:৩৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

কমিউনিটি পুলিশিং অঞ্চল-৬-এর উদ্যোগে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, জঙ্গিবাদ, সন্ত্রাস ও কিশোর গ্যাং প্রতিরোধকল্পে সচেতনতামূলক সভা ও নবাগত কমিটির পরিচিতি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ড জিটি রোডস্থ কাউন্সিলর কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর মডেল থানার ওসি তদন্ত মোহাম্মদ হারুনুর রশিদ, কমিউনিটি পুলিশিং ইন্সপেক্টর (সিপিআই) মোঃ আবদুর রব, পৌর কমিউনিটি পুলিশিং কমিটির  সভাপতি শেখ মনির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, অঞ্চল-৬ প্রধান উপদেষ্টা ও কাউন্সিলর মোঃ আব্দুল মালেক বেপারী।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন অঞ্চল-১২-এর উপদেষ্টা আলীম আল-রাজী কবির, অঞ্চল-৬-এর সাবেক আহ্বায়ক ওমর ফারুক, সাবেক যুগ্ম আহ্বায়ক জয়নুল আবেদীন, অঞ্চল-৬-এর বর্তমান সহ-সভাপতি সামীম আহমেদ খান প্রমুখ।
কমিউনিটি পুলিশিং অঞ্চল-৬-এর সভাপতি এএসএম শফিকুর রহমানের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজীর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন দারুচ্চুন্নাত আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মাওঃ মেহাম্মদ ইয়াছিন। উপস্থিত ছিলেন ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম, অঞ্চল-৬-এর উপদেষ্টা লায়ন গোলাম হোসেন টিটু, মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ডাক্তার, মোঃ আবদুল কুদ্দুস, অঞ্চল কমিটির সহ-সভাপতি অ্যাডঃ আবুল কাশেম, যুগ্ম-সম্পাদক গোলাম মোস্তফা খান, মোঃ ওয়ালিদ হোসেন, মোঃ নূরে আলম আখন্দ, কোষাধ্যক্ষ মোঃ আবদুর রহমান তালুকদার, প্রচার সম্পাদক তানজির রেজা রনি, দপ্তর সম্পাদক মোজাম্মেল হক মাস্টার, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মোঃ কামরুল ইসলাম পাটওয়ারী, নারী ও শিশু বিষয়ক সম্পাদক নাসরিন বেগম, কার্যকরী সদস্য মোঃ মহসিনুল ইসলাম গাজী, মোঃ মফিজুর রহমান মিয়াজী, আমেনা বেগম, মোঃ মিজানুর রহমান শাহিন ডাক্তার, জিএম জাহিদ হাসান, ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ তাফাজ্জল হোসেন তাফু ডাক্তার, প্রচার সম্পাদক মফিজুল ইমলাম আখন্দ, যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ হোসেন, ১৫নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর মিন্টু মোল্লা, জেলা ছাত্রলীগ নেতা জিএম রাকিব হোসাইন, মোঃ সালাউদ্দিন মুন্না সহ কমিউনিটি পুলিশিং বিভিন্ন মহল্লার কর্মকর্তা ও এলাকার সুধীজন।
এ সময় অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অঞ্চল-৬-এর বিভিন্ন কর্মকর্তা। সভাশেষে নবাগত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ ও এলাকাবাসী।
অনুষ্ঠানে প্রধান অতিথি সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন বলেন, নবাগত  কমিটির কাজ হলো তাদের অঞ্চলকে সিসি ক্যামেরার আওতায় আনা। আমরা কিশোর অপরাধীদের নিয়ন্ত্রণে কাজ করছি। পিতা-মাতার উদাসীনতায় অপরাধ জগতে অনেক শিক্ষার্থী জড়িয়ে যাচ্ছে। মূলত আমরা পিতা-মাতাকে অবগত করতেই আইনের আওতায় আনছি। জেলখানা বা থানায় রাখা আমাদের উদ্দেশ্য নয়। তিনি আরো বলেন, সন্তান সুশিক্ষায় শিক্ষিত হলে দেশের জন্যে কাজে লাগবে। কমিউনিটি পুলিশিং কার্যক্রম অন্য জেলা থেকে চাঁদপুরে অনেক ভালো। তার মধ্যে এ অঞ্চল কমিটির কার্যক্রমও প্রশংসিত।