• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

জাতীয় শোক দিবস

চাঁদপুর পৌর আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি পালন

প্রকাশ:  ৩১ আগস্ট ২০১৯, ০৯:৩৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর পৌর আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে চাঁদপুর পৌর আওয়ামী লীগের আয়োজনে বৃক্ষরোপণ, র‌্যালি, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ, বিভিন্ন ওয়ার্ডে গাছের চারা বিতরণ ও বিকেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবার, সকল শহীদ এবং ভাষাবীর এমএ ওয়াদুদের ৩৬তম মৃত্যুবার্ষিকী ও শিক্ষামন্ত্রীর স্বামীর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
বৃক্ষরোপণ উপলক্ষে গতকাল সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পৌর ১৫টি ওয়ার্ডের নেতৃবৃন্দ জমায়েত হন। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু।
পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুলের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, দপ্তর সম্পাদক এমরান হোসেন সেলিম, সদস্য সঞ্জীব পোদ্দার, আলমগীর হায়দার ভূঁইয়াসহ পৌর ১৫টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।
পরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। এরপর ওই স্থান থেকে আগস্ট মাস জাতীয় শোক দিবস উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ উপলক্ষে একটি র‌্যলি বের করা হয়। র‌্যলিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার কদমতলাস্থ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির বাসভবন প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর পৌর  আওয়ামী লীগের ১৫টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে রোপণের জন্যে ১০০টি করে গাছের চারা বিতরণ করা হয়।
বাদ আছর শহরের রেলওয়ে বাইতুল আমিন জামে মসজিদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সপরিবার, সকল শহীদ, ভাষাবীর এমএ ওয়াদুদের ৩৬তম মৃত্যুবার্ষিকী ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির স্বামী সিনিয়র আইনজীবী তৌফিক নাওয়াজের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মোঃ তোয়াহা।
পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুলের সভাপতিত্বে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক এমএ হাসান লিটন, চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস নূরুল হায়দার সংগ্রাম, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুব পাটওয়ারী, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর ভূঁইয়া, দপ্তর সম্পাদক এমরান হোসেন সেলিম, ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সলর আলমগীর গাজী, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বজলুর রহমান মোল্লা, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আসলাম গাজী, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বিপ্লব, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দিলদার হোসেন, সহ-সভাপতি মনিরুল ইসলাম মানিক, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান বাদশা, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক পাটওয়ারী, ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মোবারক গাজীসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।