চাঁদপুরে ব্যবসায়ি এলাকা পুরাণবাজারের যানজট নিরসনে পুলিশের এক সপ্তাহের আল্টিমেটাম
প্রকাশ: ২৮ আগস্ট ২০১৯, ১৩:৫৬
চাঁদপুর প্রতিনিধি।।


চাঁদপুর জেলার প্রধান বানিজ্যিক এলাকা পুরাণবাজারে যানজট নিরসনে পুলিশ প্রশাসনের উদ্যোগে ট্রাফিক বিভাগ, পরিবেশ অধিদপ্তর, মিল মালিক, চেম্বার অব কমার্স, ট্রাক মালিক, শ্রমিক এবং শিক্ষক প্রতিনিধিদের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় চাঁদপুর সদর মডেল থানায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, চাঁদপুর পরিবেশ অধিদপ্তর এর উপ-পরিচালক এএইচ এম রাশেদ, চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দিন, ট্রাফিক বিভাগের টিআই ফয়সাল হোসেন, চাঁদপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, চেম্বার পরিচালক গোপাল সাহা, চাঁদপুর পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি, চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশং এর সাধারণ সম্পাদক সুফি খায়রুল ইসলাম, জেলা রাইস মিল মালিক সমিতির আহ্বায়ক আব্দুর রহিম, সদস্য সচিব ফয়সাল হায়দার চৌধুরী, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি হাজী আব্দুস ছমিদ মাঝি, সহ-সভাপতি মমিন মিয়া, সদর থানা যুবলীগের সাবেক সভাপতি নাজমুল হোসেন পাটওয়ারী, পৌর কমিউনিটি পুলিশং এর সভাপতি শেখ মনির হোসেন বাবুল, সহ-সভাপতি রোট. জামাল হোসেন, সাইস মিল মালিক সমিতির নকিবুুর ইসলাম চৌধুরী, হাজী শাহালম।বাদশা প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর মডেল থানার ওসি (তদন্ত) হারুনুর রশীদ, ওসি (পুলিশ পরিদর্শক) আব্দুর রব, পরিবেশ অধিদপ্তর এর নমুনা সংগ্রহকারী মোশারফ হোসেনসহ পুলিশ প্রশাসন, ট্রাফিক বিভাগ, পরিবেশ অধিদপ্তর, মিল মালিক, চেম্বার অব কমার্স, ট্রাক মালিক, শ্রমিক এবং শিক্ষক প্রতিনিধিগণ। সভায় সকলের মতামতের ভিত্তিকে পুরাণবাজার কলেজ রোড থেকে মেরকাটিজ রোড়ের জানযট নিরসনে ধানের মিলগুলোর সামনে সর্বোচ্চ একটি ট্রাক রেখে মাল আনলোড করা এবং অতিরিক্ত ট্রাকগুলো ট্রাকঘাটে নিয়ে রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও যানজট নিরসনে ওই রোড়ের শৃঙ্খলা রক্ষায় সেখানে ট্রাফিক পুলিশ, পৌরসভার লাইনম্যান রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরী বলেন, পুরাণবাজার যেহুতু একটি বানিজ্যিক এলাকা সেহুতু ব্যবসায় এবং জনসাধারণ এই দুই পক্ষের কথাই আমাদের চিন্তা করতে হবে। এজন্যে আমরা মিল মালিকদের প্রতি আরেকটু সচেতন হবার অনুরোধ করবো। যাতে করে অন্যান্য যানবাহন এবং পথচারী ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের চলাচলে সমস্য না হয়। আগামী এক সপ্তাহের মধ্যে সেখানে যানজট নিরসনে শৃঙ্খলা না আনতে পারলে আমরা আইনগত ব্যাবস্থা নিবো।