চাঁদপুর মডেল থানার অভিযানে নতুন বাজার থেকে ৫পিছ ইয়াবাসহ লিজন আটক
প্রকাশ: ২৬ আগস্ট ২০১৯, ১৫:২২
নিজস্ব প্রতিবেদক


চাঁদপুর মডেল থানার অভিযানে শহরের নতুন বাজারে এলাকা থেকে ৫ পিছ ইয়াবাসহ মোঃ সাইফুল ইসলাম লিজন কে আটক এর খবর পাওয়া গেছে হয়েছে। মডেল থানা পুলিশের সুত্রে জানাযায় যে, রবিবার ২৫ আগস্ট দুপুর ১ টার সময় পুলিশ গোপন সংবাদ এর বিত্তিতে নতুন বাজার এলাকা থেকে এ অভিযান চালিয়ে হাতে নাতে ৫পিছ ইয়াবাসহ মোঃ শাহ আলম তালুকদারের ছেলে মোঃ সাইফুল ইসলাম লিজনকে আটক করা হয়। তবে আটক কৃত লিজন দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন করে আসছে । চাঁদপুর জেলা পুলিশ সুপার জিহাদুল কবির ও ওসি নাসিম উদ্দিন এর নির্দেশেই অভিযান করা হয়। এস আই মোঃ হোসেন,এ এস আই দীলিপ সহ ৫ পিছ ইয়াবাসহ সাইফুল ইসলাম লিজকে আটক করে থানায় নিয়ে যায়।আটক কৃত আসামীর বিরুদ্ধধে মাদক নিয়ন্তন আইনে মামলাা প্রক্রিয়াধীন আছে
।চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্য, মোঃ নাছিম উদ্দীন বলেন,মাদক বিক্রেতা ও মাদক সেবন কারী শক্তিশালি যেই হোক না কেন আমারা তাদের আটক করবো। এবং সমাজের মাদক নির্মূল করতে জনগনের সহযোগিতা আমাদের দরকার । পুলিশ জনগনের শত্রু নয় মাদক নির্মুল করতে জনগন আমাদের কে সহযোগিতা করলে এই সমাজ থেকে মাদক নির্মুল করা সম্ভব। অপরদিকে খোজ খবর নিয়ে জানা গেছে সাইফুল লিজনের বাবা মোঃ শাহআলম চাঁদপুর বিদুৎ শ্রমিক লীগের সাধারন সম্পাদক ।