• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের সভাপতি কাজী খায়রুল আলম, সাধারণ সম্পাদক আব্দুর রাহিম

‘সুফীবাদের আদর্শে ইসলাম প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য’

প্রকাশ:  ২৬ আগস্ট ২০১৯, ১৩:১১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হাজীগঞ্জে শহীদ আল্লামা নূরুল ইসলাম ফারুকী ও মুফতি মহিউদ্দিন আল কাদেরী (রঃ)-এর স্মরণসভা ও আহলে সুন্নাত ওয়াল জামাআতের উপজেলা কাউন্সিল-২০১৯ অনুষ্ঠানে বক্তারা বলেন, সুফীবাদের আদর্শে প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। বক্তারা আরো বলেন, সকল রাজনৈতিক দলকে নিয়ে সুফিবাদের আদর্শে যারা বিশ্বাসী তাদের মতামত ও ঐক্যের ভিত্তিতে একটি অরাজনৈতিক সংগঠন হবে আহলে সুন্নাত ওয়াল জামাআত। আমরা আল্লাহ ও রাসুলের দেখানো পথে সকল ব্যক্তি স্বার্থকে জলাঞ্জলি দিয়ে প্রকৃত ইসলাম প্রতিষ্ঠায় কাজ করবো। দাঙ্গা, ফ্যাসাদ, রাহাজানি এগুলো সুফিবাদ আদর্শের পরিপন্থি। তাই আমরা ইসলামের সত্য ও শান্তিময় বাণী মানবতা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবো।
আলীগঞ্জ হযরত মাদ্দাখাঁ (রঃ) জামে মসজিদ ও মাজার শরীফের মোতাওয়াল্লী কাজী খায়রুল আলম পারভেজ-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মাওঃ মোঃ আবদুর রাহিমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন লাকসাম জেহাদীয়া মুজাদ্দেদীয়া দরবার শরীফের পীর আল্লামা আব্দুল বারী জেহাদী, আহলে সুন্নাত ওয়াল জামা’আতের প্রেসিডিয়াম সদস্য মাওঃ আবু সুফিয়ান খান আবেদী আল কাদেরী, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত হাফেজ জুনায়েদুল হক, আহলে সুন্নাত ওয়াল জামাআতের নির্বাহী সভাপতি মাওঃ আ.ন.ম মাসউদ হোসাইন আল কাদেরী, অধ্যক্ষ মুফতি আব্দুর রব আল-কাদেরী, আহলে সুন্নাত ওয়াল জামা’আত চাঁদপুর জেলা সভাপতি ড. একেএম মাহবুবুর রহমান, চাঁদপুর জেলা গাউছিয়া কমিটির সভাপতি অধ্যাপক শাহ্জামাল তালুকদার, সুহিলপুর এবিএস ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা ছিলাতুল্লাহ, কুমিল্লা শাহাপুর দরবার শরীফের প্রতিনিধি মাওঃ মোহাম্মদ আলমগীর শাহ আল কাদেরী, আহলে সুন্নাত ওয়াল জামা’আত চাঁদপুর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির, জাকের পার্টির চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক হাছান মাহমুদ তুহিন প্রমুখ।
অনুষ্ঠানে শহীদ আল্লামা নূরুল ইসলাম ফারুকী ও মুফতি মহিউদ্দিন আল কাদেরী (রঃ)-এর স্মরণে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে হাজীগঞ্জের সকল রাজনৈতিক দলের সুন্নী মতাদর্শের লোকদের নিয়ে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে আলীগঞ্জ হযরত মাদ্দাখাঁ (রঃ) জামে মসজিদ ও মাজার শরীফের মোতাওয়ালী কাজী খায়রুল আলম পারভেজকে সভাপতি এবং মাওঃ মোঃ আবদুর রাহিমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটিতে আরো রয়েছেন সহ-সভাপতি পদে অধ্যক্ষ সিফাত উল্যাহ, আলহাজ্ব আব্দুল লতিফ মিয়া, অধ্যাপক শাহ্জামাল তালুকদার, মাওলানা হেদায়েত উল্লাহ আল কাদেরী, মাস্টার সিরাজুল ইসলাম ও মুফতি ফজলুল কাদের বাগদাদী, যুগ্ম-সম্পাদক শাহজাহান তালুকদার, হাফেজ জাকির হোসেন, হাছান মাহমুদ তুহিন,  শাহজালাল মজুমদার ও কারী বিল্লাল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা মোশাররফ হোসেন, অর্থ সম্পাদক হাফেজ মোস্তফা কামাল, দপ্তর সম্পাদক মোঃ সাইফুল আলম, প্রচার সম্পাদক মাওঃ হাবিবুর রহমান জিলানী, সহ-প্রচার সম্পাদক খাদেম মোঃ হুমায়ুন কবির, প্রকাশনা সম্পাদক মাওঃ আবুল হোসেন আনোয়ারী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত মজুমদার, আইন বিষয়ক সম্পাদক মাওঃ মাসুম রাব্বানী, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মাস্টার আব্দুল কাইয়ুম মজুমদার, সমাজকল্যাণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ মোঃ সুলতান, শিল্প ও বাণিজ্য সম্পাদক মাসুদ ইবনে মিজান নিশান, স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক ডাঃ মাহবুব আলম, শ্রম ও কৃষি বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম।
সদস্য মুফতি মাসুম বিল্লাহ বাগদাদী, সফিকুল ইসলাম, সাখাওয়াত হোসেন, মোঃ সাইফুল ইসলাম, রকিবুল ইসলাম রাকিব, মাওঃ মিজানুর রহমান, মোঃ মুনছুর আলম বকাউল, মোঃ আলী হোসেন, মাওলানা মাহবুব আলম, মাওঃ আব্দুল্লাহ, মোঃ আব্দুল ওয়াদুদ, মাওঃ ছাদেক হোসেন মোতাওয়াল্লী, মাওঃ ইরফান শাহ ফারুকী, ডাঃ মোঃ শাহ আলম, ফয়েজ আহম্মেদ, মোঃ নূর আলম মিয়াজী, মাওঃ মোঃ রফিকুল ইসলাম, গোলাম মোস্তফা মিজি, মোঃ রহমত উল্লাহ, মোঃ নজরুল ইসলাম, মোঃ আব্দুল মোমেন, শাকের হোসেন, আক্তার হোসেন, মাওঃ আমান উল্যাহ, মোঃ আবুল খায়ের আরজু, মাহদী হাসান, শাহ পরান মাস্টার, গোলাম জিলানী, শাহ পরান মিয়াজী, আমির হোসেন মেন্তু, মোঃ গিয়াস উদ্দিন, আলমগীর হোসেন মৃধা, হাজী মোঃ আবুল খায়েরসহ সর্বমোট ১০১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি ঘোষণা করা হয়।