• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

নদী ভাঙ্গন দুর্গতদের মাঝে লায়ন্স ক্লাব সুরভীর ত্রাণ বিতরণ

প্রকাশ:  ২৬ আগস্ট ২০১৯, ১৩:০৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরে নদী ভাঙন দুর্গতের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে চাঁদপুর পুরাণবাজার হরিসভা প্রাঙ্গণে লায়ন্স ক্লাব অব ঢাকা সুরভী ত্রাণ সামগ্রী বিতরণের আয়োজন করে। চাঁদপুর টাইমসের সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলের সার্বিক সহযোগিতায় প্রায় ২ শতাধিক নদী ভাঙ্গন কবলিত দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব ঢাকা সুরভীর পিডিজি ও চাঁদপুরের সাবেক সংসদ সদস্য (ফ্লাঃ লেঃ) এসএ সুলতান টিটুর স্ত্রী লায়ন নারগিস সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন লায়নস ক্লাব অব ঢাকা সুরভীর ত্রাণ কমিটির চেয়ারম্যান লায়ন জিএম হায়দার আলী বাবলু, হেডকোয়ার্টার রিজিউন চেয়ারম্যান লায়ন মোঃ আনিসুর রহমান, লায়ন্স ক্লাব অব ঢাকা সুরভীর প্রেসিডেন্ট লাইন্স ডাঃ উম্মে তাজ লাভলী, রিজিউন চেয়ারম্যান লায়ন শহিদুল ইসলাম শাকিল, ত্রাণ কমিটির সাধারণ সম্পাদক লায়ন হুমায়ন কবির, রিজিয়ন চেয়ারম্যান নাজমা পারভিন, লায়ন সাবেরা, লায়ন ফৌজিয়া, শাহনুর, দিদার, সুব্রতসহ সুরভী ক্লাবের সদস্যবৃন্দ।