• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর সরকারি মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশ:  ২৬ আগস্ট ২০১৯, ১৩:০৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সরকারি মহিলা কলেজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল ২৫ আগস্ট রোববার সকালে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান একটি গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ  কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, ফলদ, বনজ ও ঔষধী বৃক্ষ পরিবেশ ও মানুষ উভয়ের জন্যে উপকারী। তাছাড়া এই বৃক্ষ পরিবেশের সাথে সাথে কলেজের সৌন্দর্য্য বর্ধনেও ভূমিকা রাখবে। এই বৃক্ষরোপণ থেকে অনুপ্রাণিত হয়ে শিক্ষার্থীদেরও বলবো বৃক্ষকে ভালোবাসো এবং নিজ বাসার সুবিধাজনক স্থানে বৃক্ষ রোপণ করো। উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের খান, সহকারী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক ড. মোঃ মাসুদ হোসেন, সহকারী অধ্যাপক জীবন কানাই সাহা, মোঃ ইকবাল হোসেন খান, আফসার আলী শিকদার, মোহাম্মদ এনামুল হক, সেলিনা আহমেদ, সঞ্জয় কুমার সাহা, প্রভাষক মোঃ ওমর ফারুক, মোঃ সোহেল রানা, উৎপল চন্দ্র দাস, মোঃ সাইদুল ইসলাম ও শিক্ষার্থীবৃন্দ।