চাঁদপুরে আনন্দোৎসবে জন্মাষ্টমী উদযাপিত।
প্রকাশ: ২৫ আগস্ট ২০১৯, ১১:৩৯ | আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ১২:০১
স্টাফ রিপোর্টার।।


আনন্দোৎসবের মধ্যে দিয়ে শুক্রবার চাঁদপুরে শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবস 'জন্মাষ্টমী' উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, পূজা অর্চনা, প্রসাদ বিতরণ ও নানা আনুষ্ঠানিকতার আয়োজন করে চাঁদপুর জেলা শ্রীশ্রী জম্মাষ্টমী উদযাপন পরিষদ।

জেলা পূজা উদযাপন পরিষদ ও জম্মাষ্টমী উদযাপন পরিষদ যৌথ উদ্যোগে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জেলা শহরের পুরাণবাজার লোহারপুল হতে বের হয়ে প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে জিউর আখড়া ধামে গিয়ে শেষ হয়। চাঁদপুর শহরের ইসকন মন্দিরসহ বিভিন্ন পাড়া- মহল্লার মন্দির পূজা কমিটির সনাতন ধর্ম্বাবলীরা পৃথক ব্যানার ফেষ্টুন নিয়ে এবং বর্ণিল সাজে র্যালিতে অংশ গ্রহন করে। শান্তিপূর্নভাবে এবং উৎসব মূখর পরিবেশে এবার চাঁদপুরে জম্মাষ্টমী উদযাপিত হয়েছে বলে জানান,জেলা কমিটির সভাপতি ও চেম্বার পরিচালক গোপাল চন্দ্র সাহা। হরিসভা মন্দির কমপ্লেক্স প্রাঙ্গণেও জম্মাষ্টমী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ সময় এএসপি সদর সার্কেল জাহিদ পারভেজ চৌধুরী ও চাঁদপুর মডেল থানা ওসির নেতৃত্বে আইন শৃঙ্খলা বিষয়ে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়।