• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

‘ফরিদগঞ্জ লেখক ফোরাম পদক-২০১৯’ পেলেন তরুণ লেখক মাইনুল ইসলাম মানিক ও আশিক বিন রহিম।

প্রকাশ:  ২৫ আগস্ট ২০১৯, ১১:২২
স্টাফ রিপোর্টার।।
প্রিন্ট
 ‘ফরিদগঞ্জ লেখক ফোরাম পদক-২০১৯’ পেয়েছেন চাঁদপুরের দুই তরুণ লেখক মাইনুল ইসলাম মানিক ও আশিক বিন রহিম। হাসেম খান, দোনা গাজীর জন্মভূমি ফরিদগঞ্জ উপজেলার এই সংগঠনটির ১৫ বছর পদার্পণ উপলক্ষ্যে সাহিত্য সম্মেলন- ২০১৯ এর আয়োজন করা হয়। ২৩ আগস্ট শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে অত্যান্ত জমকালো ও মনোমুগ্ধকর আয়োজনের মধ্যদিয়ে উৎসবের সমাপনি দিনে এই পদক প্রদান করা হয়।
 
প্রথমবারের মতো প্রবর্তিত বৃহৎ পরিসরে এবারের ‘ফরিদগঞ্জ লেখক ফোরাম পদক’ প্রদান করা হয় প্রবন্ধ সাহিত্যে কবি ও অনুবাদ মাইনুল ইসলাম মানিক এবং কবিতায় কবি লেখক আশিক বিন রহিমকে। পুরস্কার হিসেবে ছিলো ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ এবং উত্তরিয়। অনুষ্ঠনের প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন। বিশেষ অতিথি ছিলেন, বরেণ্য কথাসাহিত্যিক হামিদ কায়সার, প্রাবন্ধিক ড. শামস আল দ্বীন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ আহমেদ রিপন, লায়ন মাহমুদ হাসান প্রমুখ।
 
ফরিদগঞ্জ এ.আর. পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও লেখক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক মহসিন হাসান শুভ্রের সভাপতিত্বে এবং চাঁদপুর বিতর্ক একাডেমির উপাধ্যক্ষ রাসেল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং জেলার প্রতিশ্রুতিতিশীল তরুণ সাহিত্যকর্মীরা উপস্থিত ছিলন। সেরা লেখক নির্বাচনে জুড়িবোর্ডে বিচারক হিসেবে ছিলেন, বরেণ্য কবি রেজাউদ্দিন স্টালিন, কথাসাহিত্যিক হামিদ কায়সা ও দৈনিক খোলা কাগজের সম্পাদক ডা. কাজল রশীদ শাহীন। অনুষ্ঠানের তত্ত্বাবধায়নে ছিলেন, ফরিদগঞ্জ লেখক ফোরামের মহা-পরিচালক নুরুল ইসলাম ফরহাদসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।
 
 
উল্লেখ্য: তরুণ কবি ও লেখক আশিক বিন রহিম ১৯৮৭ সনের ২৫ নভেম্বর চাঁদপুরে পুরাণবাজারে জন্মগ্রহণ করেন। পিতা মৃত আ. রহিম শেখ, মাতা বেগম ফয়জুননেছা। তিনি তরী নামে একটি কবিতা বিষয়ক লিটলম্যাগ সম্পাদনা করেন। সাহিত্য মঞ্চের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছাড়াও শিল্প-সংস্কৃতিক বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত তিনি। ২০১৯ এর জাতীয় গ্রন্থমেলায় তার 
প্রথম কাব্যগ্রন্থ ’প্রদ্মপ্রয়াণ’ প্রকাশিত হয়েছে। আগামী ২০২০ এর গ্রন্থমেলায় তাঁর গল্পগ্রন্থ ‘জাল ও জলের আখ্যান’ এবং একটি গবেষণা মূলক গ্রন্থ প্রকাশের কথা রয়েছে।
 
আশিক বিনি রহিম- সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে পেয়েছেন: চাঁদপুর সাহিত্য একাডেমী পুরস্কার, মোহনবাঁশী ছড়া উৎসব পুরস্কার, ছায়াবানি মিডিয়া কমিউনেকেশন সম্মাননা, চতুরঙ্গ ইলিশ উৎসব পুরস্কার, নতুন কুঁড়ি লেখক সম্মাননা, নাগরীক বার্তা লেখক সম্মাননাসহ বেশ কিছু পুরস্কার। 
 
কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিক- ১৯৮৪ সনের ১১মার্চ চাঁদপুর শাহরাস্তি উপজেলার বলশীদ গ্রামে জন্মগ্রহণ করেন। ইংরেজি সাহিত্যে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করে বর্তমানে ইংরেজী প্রভাষক হিসেবে কর্মরত আছেন। তাঁর প্রকাশিত গ্রন্থ স্বপ্নের শঙ্খচিল (কাব্যগ্রন্থ), দশ নোবেলজয়ী লেখকের সাক্ষাৎকার (অনুবাদগ্রন্থ, পাঞ্জেরী পাবলিকেশন্স, বইমেলা - ২০১৮) এবং মধ্যপ্রাচ্যের সমকালীন গল্প (অনুবাদগ্রন্থ, মাওলা ব্রাদার্স, এখুশে বইমেলা -২০১৯) সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে পেয়েছেন, নাগরিক বার্তা লেখক সম্মাননা, নতুন কুঁড়ি লেখক সম্মানা, ছায়াবানী মিডিয়া কমিউনিকেশন লেখক সম্মাননা, চতুরঙ্গ ইলিশ উৎসব লেখক সম্মানাসহ বহু পুরস্কার।

সর্বাধিক পঠিত