• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু লেখক পরিষদের আলোচনা ও দোয়ানুষ্ঠান

বঙ্গবন্ধু যে কথাগুলো বলেগেছেন আপনারা বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিশুদের মাঝে তুলে ধরবেন :দুলাল পাটওয়ারী

প্রকাশ:  ২৪ আগস্ট ২০১৯, ০০:৪২ | আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ০৯:৫৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু লেখক পরিষদের আয়োজনে গতকাল শুক্রবার ২৩ আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ ‍মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল বলেছেন, লেখনির মাধ্যমে আপনারা বঙ্গবন্ধু আর্দশ তুলে দরবেন। বঙ্গবন্ধু  যে কথাগুলো বলেগেছেন আপনারা বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিশুদের মাঝে তুলে ধরবেন এটাই হক আজকের আলোচনা।

তিনি আরো বলেন, আমাদের কর্তব্য হবে নিজেদের দায়িত্ব সঠিক ভাবে পালন করে দেশের সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হবে।

বঙ্গবন্ধু লেখক পরিষদ সভাপতি সামীম আহমেদ খান সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসাইনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক তাফাজ্জাল হোসেন এসডু পাটোয়ারী, দপ্তর সম্পাদক শাহা আলম মিয়া, সদস্য এডভোকেট বদিউজ্জামান কিরন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, স্বেচ্ছাসেবক  লীগ যুগ্ম আহবায়ক সাংবাদিক কে এম মাসুদ, বিদুৎ শ্রমিক লীগের চাঁদপুর জেলা সভাপতি ইসমাইল হোসেন, বঙ্গবন্ধু লেখক পরিষদের উপদেষ্টা ও কৃষি ব্যাংকের ‍এসপিও আরসাদুজ্জামান খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক শেখ মোঃ হানিফ, শওকত আহমেদ, মনির হোসাইন, অর্থ সম্পাদক আয়েশা আক্তার রূপা, সদস্য প্রনব মজুমদার, শরীফ হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন সোহেল হোসেন।

 অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন চাঁদপুর ইমাম ও মোয়াজ্জিন কল্যান সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক মাওলানা আবদুর রহমান গাজী।

সর্বাধিক পঠিত