চাঁদপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদন হওয়ায় আ'লীগ,যুবলীগ ও ছাত্রলীগের আনন্দ মিছিল
প্রকাশ: ২১ আগস্ট ২০১৯, ১৮:০৬ | আপডেট : ২১ আগস্ট ২০১৯, ১৮:১১
স্টাফ রিপোর্টার।।


চাঁদপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদন হওয়ায় উন্নয়নের স্বপ্নদ্রষ্টা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন এবং শিক্ষামন্ত্রী ডাঃ দীপুমনি এমপিকে ধন্যবাদ জানিয়ে চাঁদপুরে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সংগঠনের অগণিত নেতা-কর্মি চাঁদপুর শহরে বিশাল আনন্দ মিছিল করেছে। মঙ্গলবার বিকালে আনন্দ মিছিল শহর প্রদক্ষিণ করে।

"শেখ হাসিনার দুই নয়ন বাংলাদেশের উন্নয়ন। ডাঃ দীপু মনি এমপির জন্য, চাঁদপুরবাসী ধন্য " এ শ্লোগানে চাঁদপুর শহর কিছু সময়ের জন্য মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠে।পরে এ উপলক্ষে জেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভিন্ন পর্যায়েরর নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, বহুল প্রত্যাশিত চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সোমবার মন্ত্রীসভার বৈঠকে খসড়া তালিকায় অর্ন্তভুক্ত হয়েছে।