ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা কমিটির অনুমোদন
সুভাষ চন্দ্র রায় সভাপতি শরীফ মোঃ আশ্রাফুল হক সাধারণ সম্পাদক


ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা কার্যনির্বাহী কমিটির(২০১৯-২০২১) অনুমোদন প্রদান করা হয়েছে। গত ৪ আগস্ট সভাপতি পদে সুভাষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক পদে শরীফ মোঃ আশ্রাফুল হককে বহাল রেখে ২৫ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন প্রদান করেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রীয় কমিটির নির্বাহী সচিব রিয়াজ উদ্দিন আহমেদ কর্তৃক এক চিঠিতে এ অনুমোদনের সত্যতা জানা যায়।
ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভা গত ৩০ জুলাই কমিটির অস্থায়ী কার্যালয় ৫নং ঘাটস্থ রায় ট্রেডার্সে অনুষ্ঠিত হয়। সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপ্রধানে এবং সেন্ট্রাল কমিটির পরিচালক ও জেলা কমিটির কার্যকরী সদস্য আলহাজ্ব এমএ মাসুদ ভূঁইয়ার পরিচালনায় সভায় কমিটির কার্যক্রম নিয়ে ব্যাপক আলোচনা শেষে ২০১৯-২০২১ সালের কমিটি গঠন নিয়ে চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা অ্যাসোসিয়েশনের সিনিয়র সদস্য আলহাজ জাহাঙ্গীর আখন্দ সেলিম প্রস্তাব দিলে উপস্থিত কার্যকরী সদস্যগণ স্বতঃস্ফূর্তভাবে পূর্বের কমিটির সভাপতি সুভাষ চন্দ্র রায় এবং সাধারণ সম্পাদক শরীফ মোঃ আশ্রাফুল হককে সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচনপূর্বক পূর্বের কমিটি বহাল রাখার পক্ষে জোরালো বক্তব্য রাখেন। পরবর্তী সময় কণ্ঠভোটে তা পাস হয়ে যায় এবং পুনঃনির্বাচিত এ কমিটি কেন্দ্রে পাঠালে সেন্ট্রাল কমিটি তা অনুমোদন প্রদান করে।
২০১৯-২০২১ মেয়াদের কার্যনির্বাহী কমিটির সদস্যগণ হলেন : সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি মোঃ হযরত আলী, মোঃ এ রব ভূঁইয়া, শংকর রাও নাগ, মাওঃ মোঃ আকরামুল হক, আবুল হোসেন, সাধারণ সম্পাদক শরীফ মোঃ আশ্রাফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম মিয়াজী, সনজিৎ রঞ্জন সরকার, কোষাধ্যক্ষ জিএম মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ মহসিন পাটওয়ারী, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক খান, নির্বাহী সদস্য আলহাজ জাহাঙ্গীর আখন্দ সেলিম, এমএ মাসুদ ভূঁইয়া, মোঃ ছিদ্দিকুর রহমান, আব্দুল ওহাব মিয়া, মোঃ সেলিম মিয়া, মোঃ সেকান্দর আলী মিয়াজী, মোঃ লোকমান আহমেদ, মোঃ বাছির আহমেদ, গোলাম মাওলা সেলিম, জামাল উদ্দিন, শেখ মোঃ সেলিম, মোঃ আল মামুন মিয়াজী ও মোহাম্মদ ছিডু মিঝি।