• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

প্রকাশ:  ২১ আগস্ট ২০১৯, ১০:৪৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জ উপজেলার ডাকাতিয়া নদীসহ ১০টি উন্মুক্ত স্থানে দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সদরস্থ ডাকাতিয়া নদীর খেয়াঘাটে মাছের পোনা অবমুক্ত করার কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মমতা আফরিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জ্যোতির্ময় ভৌমিক, উপজেলা মৎস্য সম্পদ কর্মকর্তা মোঃ শওকত আলী ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ২০১৯-২০ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে ডাকাতিয়া নদীসহ অন্তত ১০টি স্থানে ২৬৬ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।