ফরিদগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
প্রকাশ: ২১ আগস্ট ২০১৯, ১০:৪৫
নিজস্ব প্রতিবেদক


এডিস মশার জন্মস্থান ধ্বংস ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলার সর্বত্র মঙ্গলবার পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে এই অভিযান উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মমতা আফরিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জ্যোতির্ময় ভৌমিক, উপজেলা মৎস্যসম্পদ কর্মকর্তা মোঃ শওকত আলী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী ও যুবলীগ নেতা কামরুজ্জামান সুবজ। উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি অফিসগুলোতে একযোগে এই অভিযান পরিচালিত হয়।