শোকের মাসে হাইমচরে ইউনিয়ন যুবলীগের আয়োজনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত


হাইমচর প্রতিনিধিঃ
শোকাবহ আগষ্ট মাসে দেশ ব্যাপী চলছে নানান র্কমসূচি। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘাতকদল কর্তৃক স্বপরিবারে হত্যা করা হয়। সে শোকাবহ মাসে জাতীয় শোক দিবস উপলক্ষে হাইমচর উপজেলা ৩নং আলগী দক্ষিণ ইউনিয়ন ৮নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মিলাদ মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
১৮ আগষ্ট রবিবার বিকাল ৫ ঘটিকায় হাইমচর বাজার সংলগ্ন সাবু মাষ্টার মোড়ে দক্ষিণ ইউনিয়ন ৮নং ওর্য়াড যুবলীগের আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলে জনাব মোঃ মনু ভূইয়ার সভাপতিত্বে ও যুবলীগ নেতা মোঃ বাবুল মৃধার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা যুবলীগের আহবায়ক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী। তিনি তার বক্তব্যে বলেন- ১৫আগষ্ট ইতিহাসের পাতায় খুবই মর্মান্তিক একটি অধ্যায়। ১৯৭৫ সালের এই দিনে স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয়। আঘাত করা হয় এ দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে। শেষ করে দেওয়া হয় দেশ গড়ার যোগ্য কারিগর ও নিঃস্বার্থ একজন দেশপ্রেমকিকে। সেদিন ঘাতকদের হাত থেকে রেহাই পায়নি কলিজার টুকরা ছোট্ট শিশু শেখ রাসেলও।
তিনি আরও বলেন- আজকের দোয়া মাহফিল থেকে ১৫ আগষ্টের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি। সাথে সাথে বঙ্গবন্ধুর হত্যাকারী, হত্যার পরিকল্পনাকারী ও ঘাতকদলের সবাইকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জোড় দাবী জানাচ্ছি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য জনাব মোঃ ইসমাইল হোসেন আখন, মোঃ মনির হোসেন হাফেজ ছৈয়াল, জনাব আবদুল মতিন মুন্সি, মোঃ জুেয়ল মৃধা, ৩নং দক্ষিণ ইউনিয়ন যুবলীগ নেতা হাজী মোঃ দেলোয়ার হোসেন সুমন, ৮নং ওয়ার্ড যুবলীগ নেতা সাইফুল ইসলাম দেওয়ান, মোঃ বিল্লাল হোসেন, মোঃ সোহাগ গাজী প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সদস্য আফজাল হোসেন রাজু, রায়হান হোসেন রতন, মোঃ মানিক, জাহাঙ্গীর হোসেন, রুবেল বেপারী, কবির কোতোয়াল, সাদ্দাম হোসেন, সোহাগ ছৈয়াল, চান মিয়া, বোরহান খন্দকার, সুমন কোতওয়াল, উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ সিয়াম, ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ বিল্লাল হোসেন মাঝি, আঃ খালেক ঢালী, জনাব মোঃ টেলু মাল, হযরত আলী মাল, মোঃ সাকিল সর্দার, মোঃ সোহাগ গাজী, মফিজ পাটওয়ারী, আলমগীর গাজী, সেলিম মাল সহ ওয়ার্ড ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও মুনাজাত পরিচালনা করেন খন্দকার বাড়ী জামে মসজিদের সম্মানিত খতীব মাওলানা মোঃ হাফেজ খন্দকার।