মতলব উত্তরে মাসিক আইনশৃঙ্খলা ও সাধারণ সভা
উন্নয়নমূলক কাজে প্রশাসন ও জনপ্রতিনিধির পাশাপাশি জনগণ সম্পৃক্ত থাকবে : উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ কুদ্দুস


গতকাল সোমবার মতলব উত্তর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের মাসিক সাধারণ ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপ্রধানে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। বক্তব্য রাখেন ওসি (তদন্ত) মোঃ মুরশেদুল আলম ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, হানিফ দর্জি ও মঞ্জুর মোর্শেদ স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাজাহান প্রধান প্রমুখ।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসের সভাপ্রধানে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলার বিভাগীয় কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানবৃন্দ।
সভায় জনাব এমএ কুদ্দুস বলেন, এ মাস শোকের মাস। এ মাসে বিএনপি-জামাত ষড়যন্ত্র করতে পারে। দেশে আইনশৃঙ্খলার অবনতি করতে পারে। তাই প্রশাসন, নেতা-কর্মী ও সর্বস্তরের জনগণকে সজাগ থাকতে হবে।
তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। এলাকার উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। সরকারের কর্মসূচিগুলোর কথা সাধারণ জনগণকে অবহিত করতে হবে। উন্নয়নমূলক কাজে প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণ সম্পৃক্ত থাকবে। তিনি আরো বলেন, সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে এ উপজেলা থেকে মাদককে রুখতে কোনো সমস্যাই হবে না। পুলিশ বিভাগের পাশাপাশি সমাজের সকল শ্রেণী-পেশার মানুষদেরও এ ব্যাপারে আরো আন্তরিক হতে হবে। যৌতুক, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভার মাধ্যমে তা প্রতিরোধের ব্যবস্থা করা যেতে পারে।