ফরিদগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় শোক দিবস পালন
প্রকাশ: ২০ আগস্ট ২০১৯, ১০:০৩
নিজস্ব প্রতিবেদক


জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর জেলার আয়োজনে ফরিদগঞ্জে কোরআন খতম, জাতীয় হিফ্জ ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে চাঁদপুর জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপন উপস্থিত ছিলেন। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার হাফেজ মোঃ নুরুল্লাহ ও ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম। আলোচনা শেষে জাতীয় হিফ্জ ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।