সাঁতার না জানায় ডাকাতিয়া নদীতে ডুবে স্কুল ছাত্রের করুণ মৃত্যু


সাঁতার না জানার কারণে পানিতে ডুবে রথী সাহা (১৫) নামে এক স্কুল ছাত্রের করুণ মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে চাঁদপুর শহরের পুরাণবাজার রয়েজ রোডস্থ তপাদার মিলঘাটের ডাকাতিয়া নদীতে এ মৃত্যুর ঘটনাটি ঘটে। নিহত রথী সাহা ঘোষপাড়া নিবাসী ব্যবসায়ী শ্রীবাস সাহার একমাত্র পুত্র। সে পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শী ওয়ার্কসপ ব্যবসায়ী মাহাবুবুর রহমান মানিক জানান, গতকাল বেলা ১টার দিকে তিন সহপাঠী বন্ধু মিলে তপাদার রাইস মিলের ঘাটে ডাকাতিয়া নদীতে গোসল করতে যায়। হঠাৎ রথী ও তার আরেক বন্ধু অভি পানিতে ডুবে যাচ্ছিল দেখে ঘাটের লেবাররা অভিকে উদ্ধার করলেও রথী নদীর স্রোতের পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরীরা দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দু ঘন্টা
চেষ্টার পর স্থানীয় ডুবুরীরা পার্শ্ববর্তী ৫নং ঘাট সংলগ্ন মৌসুমী রাইস মিলের কাছে নদী থেকে রথীর নিথর দেহ উদ্ধার করে। জীবিত আছে ভেবে স্বজনরা দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত বলে জানান। রথী সাহার অকাল মৃত্যুতে এলাকার সকল মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আর্তনাদে সেখানকার বাতাস ভারী হয়ে উঠে। রাতেই তার অন্ত্যেষ্টিক্রিয়া চাঁদপুর মহাশ্মশানে সম্পন্ন হয়।