চাঁদপুর জেলা এনজিও ফেডারেশনের কমিটি গঠন


এনজিও ফেডারেশন চাঁদপুর জেলার ২০১৯-২০২১ সালের জন্যে কার্যকরী কমিটি গঠন করার লক্ষ্যে এক সভা চাঁদপুর জেলা ব্র্যাক কার্যালয়ে গতকাল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের চাঁদপুর জেলা সভাপতি মোঃ রেজাকুল হায়দার খোকন। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা। সভায় ২১ সদস্যের সকলেই উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে কমিটির কার্যক্রম পরিচালনার জন্য ২০১৯-২০২১ সালের কার্যকরী কমিটি গঠনকল্পে সকল সদস্যের মধ্য থেকে ১০ সদস্য নিয়ে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
এ কমিটির সভাপতি মোঃ রেজাকুল হায়দার খোকন, সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান, সম্পাদক সেলিম রেজা, নির্বাহী সদস্য সমীর চন্দ্র রায়, মজিবুল ইসলাম ফারুক, মোঃ নুরুল আমিন, মোঃ বিল্লাল হোসেন, মোঃ আল মামুন সরকার, এসএম আব্দুল্লাহ্ আল মামুন প্রমুখ।