• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদের প্রতি শ্রদ্ধা

চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের বৃক্ষ বিতরণ কর্মসূচি উদ্বোধন

প্রকাশ:  ১৮ আগস্ট ২০১৯, ২২:২৮
স্টাফ রিপোর্টার ॥
প্রিন্ট

 জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদকে শ্রদ্ধার সাথে স্মরণ এবং জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান। তিনি তাঁর বক্তব্যে বলেন, আগস্ট মাস শোকের মাস। ৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা পাকিস্তানীদের পরাজিত করে স্বাধীনতা লাভ করি। কিন্তু ৭৫’র ১৫ আগস্ট স্বাধীনতা বিরোধীরা পরাজয়ের প্রতিশোধ নিতে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে। ভাগ্যক্রমে সেদিন বঙ্গবন্ধুর ২ কন্যা প্রাণে বেঁচে যান। আজকে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সঠিক নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, বঙ্গবন্ধু জীবদ্দশায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছেন। স্বাধীনতা যুদ্ধসহ বাংলাদেশের সকল সোনালী অর্জনে ছাত্রলীগের অংশগ্রহণ রয়েছে। জননেত্রী শেখ হাসিনা গৌরবের সংগঠন ছাত্রলীগের হাতে কলম তুলে দিয়েছেন। তার ফলস্বরূপ আজকে তাই ছাত্রলীগ এ ধরনের কর্মসূচি হাতে নিয়েছে। চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগ বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণের যে কর্মসূচি হাতে নিয়েছে তাতে আমি তাদের সাধুবাদ জানাই। আমি আশা করবো দেশের সকল ভালো কাজে ছাত্রলীগ অংশগ্রহণ করবে।
চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজওয়ানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নাছির গাজীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডঃ হুমায়ন কবির সুমন, কেন্দ্রিয় ছাত্রলীগের উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন জীবন।
উপস্থিত ছিলেন রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হযরত আলী বেপারী, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ তাজুল ইসলাম মিজি, সদস্য মোস্তফা মোল্লা, আবুল হাসানাত নয়ন, পৌর যুবলীগ সদস্য আল আমিনসহ সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতা-কর্মী।
পরে চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ১৪টি ইউনিয়নের জন্যে ১৫ শতাধিক গাছের চারা প্রত্যেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে হস্তান্তর করা হয়।