• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর ১০নং লক্ষ্মীপুর ইউনিয়নে জাতীয় শোক দিবস পালিত

স্টাফ রিপোর্টার

প্রকাশ:  ১৬ আগস্ট ২০১৯, ১১:৩৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা  ১০ নং লক্ষ্মীপুর ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগস্ট বুধবার সকাল সাড়ে দশটায় বহরিয়া নূরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এ স্কুল থেকেই প্রতিটি প্রাইমারি স্কুলে এবং ওয়ার্ডে খাবার বিতরন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন স্কুল কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম খান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলী আরশ্বাদ মিয়াজী।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মকবুল হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মোর্শেদ আলম,সহকারী শিক্ষক শেখ মোঃ ইসমাইল হোসেন ও অভিভাবক প্রতিনিধি ও ইউপি সদস্য আঃ জলিল।
 অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ কাউছার খান।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মিয় শিক্ষক মাওঃ মোঃ আঃ কাদির।
এ সময় উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী খোকন রাঢ়ি,ইউপি সদস্য হোসাইন বেপারী,অভিভাবক সদস্য কাদির মিয়া, জেসমিন হক,ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফারুক মাঝি,সিনিঃ যুগ্ম আহবায়ক জহির হাওলাদারসহ,স্কুলের অন্যান্য শিক্ষক,ছাত্রছাত্রীবৃন্দ ও ইউনিয়ন যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা।