• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ফেরি ঘাটের ঈদ পরিস্থিতি স্বাভাবিক

প্রকাশ:  ১৪ আগস্ট ২০১৯, ০৯:৫২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর- শরিয়তপুর ফেরি ঘাটের ঈদ পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছেন বিআইড়াব্লিউটিসি চাঁদপুর হরিনা ঘাট ব্যবস্থাপক পারভেজ খান। তিনি জানান, অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী সার্ভিসগুলো আসা মাত্র ফেরি পার হতে পারছে।ঘাটে জ্যাম নেই।ফেরির
দুইপারে যেসব গাড়ি রয়েছে পর্যায়ক্রমে ফেরি পারাপার হচ্ছে।
তিনি আরো জানান, মানুষের স্বস্থির ঈদযাত্রা নিশ্চিত করার লক্ষে সরকার আগে থেকেই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করায় এখানে কোন সমস্যা হচ্ছে না। গাড়ি পারাপারের জন্য ৫ টি ফেরি এ রুটে চলাচল করছে। ফেরিগুলো হচ্ছে করবী,কেতকী,কুমারী, কামিনী ও কস্তুরী।