• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

হাসপাতালে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নির্ধারিত শয্যার দ্বিগুণ রোগী ভর্তি ॥ ডেঙ্গু আক্রান্ত রোগী শতাধিক

প্রকাশ:  ০৯ আগস্ট ২০১৯, ১১:৪৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সাথে আছে বিভিন্ন রোগে আক্রান্ত রোগী। যে কারণে শয্যার চেয়েও দ্বিগুণ হচ্ছে রোগীর সংখ্যা। আর এসব রোগীর চিকিৎসাসেবা দিতে স্থান সঙ্কুলানে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গতকাল ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের পুরুষ, মহিলা ও শিশু এ তিনটি ওয়ার্ডের বারান্দাকেও হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসাধীন রোগীদের শয্যা হিসেবে ব্যবহার করার জন্যে প্রস্তুত করেছে। ইতিমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ গণপূর্ত কর্তৃপক্ষকে জনস্বার্থে রোগীদের শয্যা সঙ্কুলানের জন্যে এ বারান্দাগুলোতে শয্যা বা চিকিৎসাধীন রোগীদের জন্যে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করার জন্যে অনুরোধ জানায়। এ প্রেক্ষিতে গণপূর্ত বিভাগ চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে এ তিনটি বিভাগের বারান্দাগুলো প্রস্তুত করে দেয়। তাই সেখানে বর্তমানে রোগীরা চিকিৎসা নিচ্ছে।
এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার কারণে হাসপাতালের তত্ত্বাবধায়ক এক পত্রে হাসপাতালে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল ঘোষণা করে তাদেরকে জনস্বার্থে স্ব স্ব দায়িত্ব পালনে অনুরোধ জানান।
গতকাল বৃহস্পতিবার জেলার সর্ববৃহৎ এ হাসপাতালে গিয়ে জানা গেছে, এখানে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৩৯ জন। গতকালের ভর্তিকৃত রোগীসহ বর্তমানে এ হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ৯১ জন। এর মধ্যে পুরুষ ৪৮ জন, মহিলা ২৩ জন ও শিশু ২০জন। এছাড়া এ পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ২৮১ জন।
এ সকল ডেঙ্গু রোগীর জন্যে হাসপাতালের মেডিসিন বিভাগ বরাদ্দ থাকলেও শয্যা সঙ্কটে হাসপাতালের বারান্দায়ও চিকিৎসাধীন রয়েছে। তাছাড়া ২৫০ শয্যার এ হাসপাতালে গতকাল ৮ আগস্ট সব মিলিয়ে বিভিন্ন  রোগীসহ চিকিৎসাধীন রয়েছে ৪৩১ জন। এ অবস্থায় একদিকে শয্যাসঙ্কট, অপরদিকে হাসপাতালে কর্মরত ডাক্তারের সংখ্যাও কম হওয়ায়

সূত্র : চাঁদপুর কণ্ঠ