সবসময়ের জন্যই আমাদের আশপাশ পরিষ্কার রাখা উচিত : অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান


মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা কৃদ্ধির লক্ষ্যে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজে এক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। তিনি বলেন, আমরা সকলে যদি সচেতন থাকি তা হলে এডিস মশার আক্রমণ থেকে বেঁচে থাকতে পারবো। আমরা আমাদের বসতঘরের আশপাশ পরিষ্কার করে রাখবো। যাতে করে কোনো ধরনের এডিস মশা জন্ম নিতে না পারে। এডিস মশা নিধনে আমরা সকলে এক হয়ে কাজ করবো। তাছাড়া শুধু ডেঙ্গু প্রতিরোধের জন্যই নয়, সবসময়ের জন্যই আমাদের আশপাশ আমাদের প্রয়োজনেই পরিষ্কার রাখা উচিত। তিনি বলেন, আমাদের এ উপজেলায় যত ডেঙ্গু রোগী আক্রান্ত হয়েছে তার মধ্যে বেশিরভাগ ঢাকা ফেরত। তাই আমাদেরকে খুব সচেতন থাকতে হবে। যাতে করে কোনোভাবে এই রোগ আমাদের মাঝে ছড়াতে না পারে।
গতকাল বৃহস্পতিবার ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা এবং পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান বিষয়ে এক সভায় তিনি এ কথা বলেন।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মমতা আফরিনের সভাপতিত্বে অন্যন্যোর মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ কুন্তল কৃষ্ণ নাথ, উপজেলা প্রকৌশলী ড. জিয়াউল ইসলাম মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব, জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিপন, মশিউর রহমান মিঠু, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, পৌর যুবলীগ নেতা আকবর হোসেন মনির প্রমুখ।