অবশেষে পুলিশের হস্তক্ষেপে বকেয়া বেতন পেলো ডব্লিউ রহমান জুট মিল শ্রমিকরা


অবশেষে পুলিশের কঠোর নজরদারি ও হস্তক্ষেপে বকেয়া বেতন-ভাতা পেলো চাঁদপুর পুরাণবাজার ডব্লিউ রহমান জুট মিলস্ লিঃ-এর বঞ্চিত শ্রমিকরা। চাঁদপুরের পুলিশ সুপারের সরাসরি হস্তক্ষেপে গতকাল বৃহস্পতিবার দুপুরের পর মিল ম্যানেজার কর্তৃপক্ষের সাথে আলাপ করে শ্রমিকদের পাওনা টাকা পরিশোধের ব্যবস্থা করেন। এ দিন ২৫৯ জন নারী শ্রমিক ঈদের আগে বকেয়া টাকা হাতে পেয়ে খুবই খুশি।
‘একমাত্র পুলিশ ছিলো বলেই জুট মিল শ্রমিকরা তাদের বেতন-ভাতা সমস্যার সমাধান পেয়েছে’। গতকাল জেলা পুলিশ সুপারের ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, সম্প্রতি এই জুট মিলের ভাড়াটিয়া মেসার্স সাহারা জুট মিল কর্তৃপক্ষ শ্রমিক-কর্মচারীদের বেতন ভাতা বকেয়া রেখে হঠাৎ মিলের উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেয়। এ নিয়ে সেখানে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। এক পর্যায়ে শ্রমিকরা বিক্ষোভ মিছিলও করে। বিষয়টি তখন থেকে জেলা পুলিশের গোয়েন্দা নজরদারিতে ছিল মিলের স্থানীয় কর্মকর্তারা। ঈদ আসতেই সেই বকেয়া টাকা আদায়ের ব্যবস্থা করা হয়।