• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ডেঙ্গু প্রতিরোধে চাঁদপুর জেলা পুলিশের সচেতনতামূলক লিফলেট বিতরণ

প্রকাশ:  ০৯ আগস্ট ২০১৯, ১১:৪১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর শহরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনসাধারণের মাঝে ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত লিফলেট বিতরণ করেছে জেলা পুলিশ প্রশাসন। ‘ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন’ এ আহ্বান জানিয়ে সারাদেশের ন্যায় চাঁদপুরেও সচেতনতামূলক এ লিফলেট বিতরণ করা হয়। গতকাল ৮ আগস্ট বৃহস্পতিবার বিকেলে শহরের বাসস্ট্যান্ড এলাকায় লিফলেট বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম, পিপিএম।
পুলিশ সুপার প্রথমে বিভিন্ন যানবাহনের যাত্রী ও চালকদের মাঝে এবং পরে ফয়সাল শপিং কমপ্লেক্সে আগত মানুষ ও ব্যবসায়ীদের মাঝে এ লিফলেট বিতরণ করেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) মোঃ আসাদুজ্জামান, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ, পুলিশ পরিদর্শক আব্দুর রব, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সুফী খায়রুল আলম খোকন, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি সালাউদ্দিন জিন্নাহ, সাধারণ সম্পাদক ওমর ফারুক, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শেখ মনির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক সাহেদুল হক মুর্শেদ, সহ-সভাপতি রোটাঃ জামাল হোসেন, সহ-সভাপতি  মুরাদ হোসেন খান, শরীফ আশ্রাফুল হক প্রমুখ। পরে চাঁদপুর মডেল থানার ওসি শহরের ব্যস্ততম এলাকা শপথ চত্বরে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।