• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাঝে অনুদান বিতরণ

প্রকাশ:  ০৯ আগস্ট ২০১৯, ১১:৩৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি চাঁদপুর জেলা কমিটির আয়োজনে শিক্ষা, চিকিৎসা ও এককালীন ভাতা প্রদান করা হয়। ৭ আগস্ট বিকেলে সমিতির কার্যালয়ে সমিতির পরিবারের সদস্যদের মাঝে অনুদান প্রদানকালে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শওকত ওসমান বলেন, চাকুরি জীবনে সকলেরই অবসর গ্রহণ করতে হয়। সেভাবে আপনারা সম্মানের সাথে অবসর গ্রহণ করে এখনো সামাজিক কর্মকা- চালিয়ে যাচ্ছেন, তা খুবই প্রশংসার। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা- কর্মচারীদের অবসরকালীন ভাতা অনলাইনে প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যদি এ ব্যপারো কোনো ভুল ত্রুটি সংশোধনের দরকার হয় তাহলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন। যে কোনো প্রয়োজনে আপনারা জেলা প্রশাসকের সাথে যোগাযোগ অব্যাহত রাখবেন। তিনি সামাজিক কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে মূল্যায়ন করে থাকেন।
সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম মজুমদারের সভাপ্রধানে স্বাগত বক্তব্য রাখেন উপদেষ্টা প্রফেসর মনোহর আলী। অনুষ্ঠান সঞ্চালনা পূর্বক স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী। অনুষ্ঠানে সংগঠনের সদ্য প্রয়াত চেয়ারম্যান মোস্তফা কামাল চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে শিক্ষা ভাতা বাবদ ৫ হাজার টাকা করে ২৩ জন, চিকিৎসা ভাতা বাবদ ৫ হাজার করে ২৮ জন ও এককালীন অনুদান বাবদ ৫৫ জনকে ২ হাজার টাকা করে মোট ১০৬ জনকে ৩ লাখ ৬৫ হাজার টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মেঃ আবু তাহের খান ও গীতা পাঠ করেন মদন মোহন রায়।