• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

১৫নং ওয়ার্ডে চলছে মশা নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশ:  ০৯ আগস্ট ২০১৯, ১১:৩২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডে মশা নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। ৩ আগস্ট শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চেয়ারম্যানঘাটা, জিটি রোড কাউন্সিলর কার্যালয়ের আশপাশ এলাকা, পুলিশ সুপারের কার্যালয় ও আশপাশের এলাকা এবং ১৫নং ওয়ার্ডের বেশক’টি শিক্ষা প্রতিষ্ঠানে মশা নিধনে ঔষধ ছিটানো এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হয়।
১৫নং ওয়ার্ডের কাউন্সিলর আঃ মালেক বেপারী অভিযান উদ্বোধন কালে বলেন, আমাদের পৌরসভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি ওয়ার্ডের সরকারি বেসরকারি অফিস আদালত এবং শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনায় মশা নিধনে ঔষধ ছিটানো হচ্ছে। তবে শনিবার থেকে এলাকায় এলাকায় মশা নিধন ঔষধ ছিটানোর কার্যক্রম চলছে। সকল এলাকায় শীঘ্রই এ মশা নিধন কার্যক্রম সফলভাবে শেষ করবো।
উক্ত অভিযানে অংশ নেন কমিউনিটি পুলিশিং অঞ্চলের সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজী, মহল্লা কমিটির নেতা মোঃ গোলাম মোস্তফা খান, মোঃ নেছার উদ্দিন, মোঃ আব্দুল কুদ্দুছসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।