• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর আক্কাছ আলী রেলওয়ে একাডেমীর ৪তলা ভবন নির্মান কাজের উদ্ধোধন।

প্রকাশ:  ০৮ আগস্ট ২০১৯, ১৬:২৮ | আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ১৬:৪৫
স্টাফ রিপোর্টার।।
চাঁদপুর রেলওয়ে একাডেমীর ভবন নির্মান কাজের অনুষ্ঠানিক উদ্ধোধন করছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল। পাশে চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটারিয়ান কাজী শাহাদাতসহ অন্যান্যরা।
প্রিন্ট
চাঁদপুর শহরের আক্কাছ আলী রেলওয়ে একাডেমীর ৪তলা বিশিষ্ট অধুনিক নতুন একাডেমি ভবন নির্মান কাজের উদ্ধোধন করা হয়েছে। গতকাল ৮ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে নির্মান কাজের অনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয় ম্যানিজিং কমিটির সভাপতি আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটারিয়ান কাজী শাহাদাত ও চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোহাম্মদ হোসেন।
 
এ উপলক্ষ্যে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন রেলওয়ে কাচ্চা কলোনি জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি নূরে আলম।
 
 
উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোফরান হোসেন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর হাজী শাহআলম বেপারী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মেহেদী হাসান, মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ খান, বিদ্যালয়ের উন্নয়ন কমিটির সদস্য সেলিম রেজা, ম্যানিজিং কমিটির সদস্য শাহআলম মল্লিক, মো. মজিবুর রহমান, রেলওয়ে শ্রমিক লীগ জেলা কমিটির যুগ্ম সম্পাদব জুয়েল পাটওয়ারী, ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন মাঝি, ওয়ার্ড আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক শাহজালাল সর্দার।
 
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মেহেদী হাসান জানায়, প্রায় ৩ কোটি টাকা ব্যায়ে এই বিদ্যালয়ের আধুনিক নতুন একাডেমিক ভবন নির্মিত হচ্ছে। ৪তলা ভিট বিশিষ্ট ৪তলা ভবন ফাউন্ডেশন ঢালাই কাজের আজ উদ্বোধন করা হয়েছে।