ভাঙ্গন এলাকা পরিদর্শনে আজ আসছেন পানি সম্পদ উপ-মন্ত্রী এনামুল হক শামীম
প্রকাশ: ০৫ আগস্ট ২০১৯, ১২:৩৫
নিজস্ব প্রতিবেদক


আজ চাঁদপুর আসছেন বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রাণলয়ের উপ-মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এএম এনামুল হক শামীম। তিনি আজ ভোর সাড়ে ৫টায় ঢাকাস্থ তাঁর বাসা থেকে রওয়ানা হয়ে লঞ্চযোগে চাঁদপুর আসবেন। সকাল সাড়ে ৯টায় চাঁদপুর পুরাণবাজার হরিসভা এলাকার ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন করবেন। দুপুর ১২টায় এমভি রফরফ লঞ্চে ঢাকার উদ্দেশ্যে তিনি রওয়ানা হবেন।