• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চান্দ্রা দরবার শরীফের ২ দিনব্যাপী ৪৫তম এশায়াত সম্মেলন ও ৩য় বাৎসরিক ওরছ মোবারক

প্রত্যেকের উচিত নিজ অবস্থানে থেকে দেশের জন্যে কাজ করা : মুহম্মদ শফিকুর রহমান এমপি

প্রকাশ:  ০৫ আগস্ট ২০১৯, ১১:৩৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, একজন মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকের উচিত সঠিকভাবে ধর্ম পালন করা এবং কোরবানির মাধ্যমে আমরা আমাদের নিজেদের মধ্যে থাকা সকল অপশক্তিকে দূরীভূত করে আল্লাহর নৈকট্য সাধনে চেষ্টা করা। যার যতটুকু সামর্থ্য রয়েছে সেভাবেই কোরবানি দেয়া আমাদের জন্যে কর্তব্য। তিনি বলেন, ধর্ম আমাদেরকে সেই পথ দেখায় যেপথ অবলম্বন করলে আমরা এই জগতেও শান্তি পেতে পারি, মৃত্যুর পর কবরে গিয়েও শান্তিতে থাকতে পারি।
তিনি দেশের সাম্প্রতিক অবস্থা বিশ্লেষণ করে বলেন, দেশে এখন একটি শ্রেণি রয়েছে, তারা আতঙ্ক তৈরি করে মানুষকে অযথা হয়রানি ও মনোবল ভেঙ্গে দেয়ার চেষ্টা করছে। ডেঙ্গু জ্বরের বিষয়ে আমাদের সচেতনতা তৈরি হলে এবং নিজের বাড়ির আঙ্গিনাসহ আশপাশের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে এডিস মশার বংশ বিস্তার রোধ হবে। ডেঙ্গু আক্রমণ থেকে আমরা রক্ষা পাবো। এছাড়া গুজব বিষয়েও আমাদের আরো বেশি করে সচেতন হতে হবে। আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ অবস্থানে থেকে দেশের জন্য কাজ করা।
তিনি গতকাল রোববার সন্ধ্যায় ফরিদগঞ্জ উপজেলাধীন চান্দ্রা বাজারস্থ খানকায়ে এনায়েতীয়া সাইফিয়া নক্সবন্দীয়া মুজাদ্দেদীয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা সাইয়্যেদ মোহাম্মদ সাইফুল্লাহ নক্সবন্দী মুজাদ্দেদী (রাঃ)-এর ৩য় ওফাত দিবস উপলক্ষে ২ দিনব্যাপী ৪৫তম এশায়াত সম্মেলন ও ওরছে আযম মোবারকের শেষ দিন প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন।
শরীফের সাজ্জাদানশীন পীর হযরত মাওলানা ড. মোহাম্মদ হুজ্জাতুল্লাহ নক্সবন্দী মুজাদ্দেদীর সভাপ্রধানে দোয়াগীর ছিলেন ভারতের শিরহিন্দে অবস্থিত হযরতে মুজাদ্দেদ আল ফেসানী (রাঃ) এর দরবার শরীফের দোয়াগীর হযরত মাওলানা আতিকুল্লাহ খান মুজাদ্দেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশায়াত কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির আলহাজ্ব এম এ বারী খান।
এশায়াত সম্মেলন ও ওরছে আযম মোবারকে প্রতিদিন বাদ আসর হতে রাতব্যাপী ওয়াজ-নসিহত, খতম, জিকির, মিলাদ, নফল এবাদত অনুষ্ঠিত হয়। সোমবার বাদ ফজর আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়। উক্ত মোনাজাতে দেশের উন্নতি, সমৃদ্ধি, বিভিন্ন প্রকার বালা মসিবত থেকে সকল দেশবাসীর হেফাজত কামনা এবং সারা পৃথিবীর মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়।
এর আগে শনিবার প্রথম দিনের আলোচনায় প্রধান আলোচক ছিলেন ফরিদগঞ্জ মাজিদীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা ড. একেএম মাহবুবুর রহমান। বিশেষ মেহমান ছিলেন ফরিদগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আবু সায়েদ সরকার ও বর্তমান চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান।