• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

প্রকাশ:  ০৫ আগস্ট ২০১৯, ০৯:৪৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে মতলব দক্ষিণ উপজেলার কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ৩ আগস্ট সকাল ১০টায় মাদ্রাসা মাঠে এসএসসি ও জেএসসি পরীক্ষার্থীদের অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।   
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজন প্রধান। বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অডিট অফিসার ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এমএ কাইয়ুম কিরন মজুমদারের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোঃ জসিম উদ্দিনের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জমির হোসেন পাটোয়ারী, নারায়ণপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইল্শেপাড়ের নিজস্ব প্রতিনিধি মোজাম্মেল প্রধান হাসিব, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও কালিকাপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ আলমগীর হোসেন মজুমদার এবং ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কাউছার আলম পান্না প্রমুখ। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মোঃ আসাদুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণপুুর প্রেসক্লাবের সভাপতি আবু সায়েম মাস্টার, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দসহ অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।