• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

কেভিএন উবিতে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে মা সমাবেশ

শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকের পাশাপাশি মায়েদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : ইউএনও ফেরদৌসি বেগম

প্রকাশ:  ০৪ আগস্ট ২০১৯, ০৯:৪৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 হাইমচর উপজেলার ঐতিহ্যবাহী কেভিএন উচ্চ বিদ্যালয়ে সততা সংঘের উদ্যোগে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ এবং শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল ১০টায় বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মা সমাবেশে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আতিকুর রহমান পাটওয়ারীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সৈয়দ আহম্মদ পাটওয়ারীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসি বেগম। এ সময় তিনি বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকের পাশাপাশি মায়েদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাবার চেয়ে মায়ের কাছেই সন্তানরা বেশিক্ষণ সময় ব্যয় করে, তাই সন্তানের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মায়েরাই খোঁজ-খবর রেখে সে অনুযায়ী ব্যবস্থা নিলে সে সন্তানগণ আর বিপথে পা দিবে না। তিনি বলেন, গুজবের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং বাল্যবিবাহের ভয়াবহতা সম্পর্কে মা-বাবাকে যথেষ্ট জ্ঞান রাখতে হবে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাইমচর থানার ওসি (তদন্ত) মোঃ আলমগীর হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেন, ইউপি চেয়ারম্যান মনির আহম্মদ দুলাল পাটওয়ারী। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন পাটওয়ারী। এ সময় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে সততা সংঘের রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।