• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

জাতীয় শোক দিবস উপলক্ষে মতলব উত্তরে আওয়ামী লীগের সভা

প্রকাশ:  ০৪ আগস্ট ২০১৯, ০৯:৪৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

জাতীয় শোক দিবস, শোকের মাস আগস্ট ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩ আগস্ট শনিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ রুহুল আমিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ অ্যাডঃ নূরুল আমিন রুহুল।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ কুদ্দুসের পরিচালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, শহীদ উল্লা প্রধান, আওয়ামী লীগ নেতা অ্যাডঃ আমান উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হানিফ, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কাদির, ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মনির হোসেন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিন, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওহেদুজ্জামান ওয়াদুদ, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুব হোসেন, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ নেতা, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ইয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাডঃ মহসিন মিয়া মানিক, মহিলা আওয়ামী লীগ নেত্রী তাসলিমা আক্তার আঁখি, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মিরাজ খালিদ প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় শোক দিবসে প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ড ভিত্তিক শোক দিবস পালনের জন্যে নির্দেশনা দেয়া হয়। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা কমপ্লেক্স মসজিদের খতিব মাওলানা মোঃ আখতার হোসাইন। পরে উপস্থিত সকলের মাঝে তবররুক বিতরণ করা হয়।