গৃদকালিন্দিয়া কলেজে ডেঙ্গু ও গুজব প্রতিরোধে কর্মসূচি পালন


ফরিদগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছেলেধরাসহ নানা ধরনের গুজব প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ^বিদ্যালয় কলেজে কয়েকশ’ শিক্ষার্থী, শিক্ষক এবং বিএনসিসির ক্যাডেটরা কলেজ আঙ্গিনাসহ আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করে।
পরে কলেজের হলরুমে গুজব প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টির বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ ড. মোহাম্মদ মোহেবুল্লাহ খানের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মুনীর চৌধুরী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, কলেজ টিচার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন, সহকারী অধ্যাপক গৌরি রাণী সাহা, মিজানুর রহমান, আঃ হক, একেএম মাসুদ এবং বিএনসিসির ইন্সট্রাক্টর আবুল কালাম আজাদ।
কলেজ অধ্যক্ষ ড. মোহাম্মদ মোহেবুল্লাহ খান তাঁর বক্তব্যে বলেন, আমাদের নিজেদের স্বার্থে দেশের স্বার্থে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। শুধু ডেঙ্গু প্রতিরোধ নয়, সকল রোগজীবাণু রোধে আমাদের পরিবেশ সুরক্ষা প্রয়োজন। আমাদের ঘরের আশপাশে, বাড়ির ছাদে নোংরা আর্বজনা ও পানি জমে থাকতে দেয়া যাবে না। ফুলের টবে যেন পানি জমে না থাকে সে ব্যাপারে সচেতন থাকতে হবে। একই সাথে নিজের শিক্ষা প্রতিষ্ঠানটিও যাতে পরিচ্ছন্ন থাকে সেজন্যে আমাদের সাথে সাথে তোমাদেরকেও ভূমিকা রাখতে হবে। তিনি গুজব বিষয়ে বলেন, একটি চক্র দেশকে অস্থিতিশীল করতে ছেলেধরাসহ নানা গুজব ছাড়াচ্ছে। আমাদের এই বিষয়ে নিজেরা সচেতন হওয়ার সাথে সাথে পরিবারের অন্য সদস্য এবং পাড়া প্রতিবেশীদের জানাতে হবে।