• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জে বৃক্ষমেলায় শ্রেষ্ঠত্বের পুরস্কার পেলেন ২০ জন

প্রকাশ:  ০২ আগস্ট ২০১৯, ১২:৪২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

0

হাজীগঞ্জে ফলদ বৃক্ষ মেলার সমাপ্তি ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানে শ্রেষ্ঠ কৃষক ও নার্সারী ব্যবসায়ীদের এ পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরী।
এর আগে গত মঙ্গলবার ‘পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী (৩০ জুলাই-১ আগস্ট) জাতীয় ফলদ বৃক্ষ মেলা-২০১৯-এর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন।
উপজেলা পরিষদ ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা কৃষি কর্মকর্তা নয়নমনি সূত্রধরের সভাপ্রধানে উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম সৈয়দ হোসেন, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা স্বপন চন্দ্র চক্রবর্তী ও জাহাঙ্গীর হোসেন, শাহিন নার্সারীর স¦ত্বাধিকারী শাহিন পাটওয়ারী, কৃষক জয়নাল আবেদীন প্রমুখ।
উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান পাটওয়ারীর সঞ্চালনায় উপজেলা ই-সেন্টারে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আহছানুজ্জামান এবং গীতা পাঠ করেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা রিনা রাণী দাস। মেলায় শ্রেষ্ঠ তিনজন নার্সারী স্বত্বাধিকারী ও শ্রেষ্ঠ ১৭ জন কৃষকের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, তিন দিনব্যাপী এ মেলায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে বিনামূল্যে বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে ফলদ ও ঔষধিসহ বিভিন্ন প্রজাতির চারা গাছ বিনামূল্যে বিতরণ এবং মেলার স্টলে ফলদ, ঔষধি ও ফুলসহ বিভিন্ন জাতের চারাগাছ বিক্রয় করা হয়।

 


1