• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে গৃহবধূ মিশু হত্যার ঘটনায় ঘাতক সুজনসহ আটক ৩

প্রকাশ:  ৩১ জুলাই ২০১৯, ১৬:০০ | আপডেট : ৩১ জুলাই ২০১৯, ১৬:৩৭
চাঁদপুর প্রতিনিধি
প্রিন্ট
চাঁদপুরের ফরিদগঞ্জে বখাটে কর্তৃক গৃহবধু মিশু আক্তার(২০) হত্যার ঘটনায় থানা পুলিশ ঘাতক সুজন খান(২৫)কে আটক করতে সক্ষম হয়েছে। এর আগে তার ভাই সোয়েব খান (২৩) ও তাদের বন্ধু আমজাদ হোসেনকে (২৪) আটক করে।  ৩০ জুলাই মঙ্গলবার সন্ধ্যায়  ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব প্রেসব্রিফিং করে ঘাতককে আটকের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। ওসি জানান, বিকালে রূপসা উত্তর ইউনিয়নের নারকেল তলার একটি বাগান থেকে পুলিশ তাকে আটক করে।
এর আগে সোমবার রাতে নিহত জাহেদা আক্তার মিশুর মা ছালেহা বেগম বাদী হয়ে ঘাতক সুজন খানসহ পাঁচজনকে অভিযুক্ত করে ফরিদগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে। অভিযুক্তরা হচ্ছেন, সুজন খান (২৫), তার ভাই সোয়েব খান (২৩), তাদের বন্ধু আমজাদ হোসেন (২৪) সাদ্দাম হোসেন (২২) ও জুয়েল হোসেন (২৫)। এরা সবাই ফরিদগঞ্জের চরমুঘুয়া গ্রামের বাসিন্দা। তবে তাদের পুলিশ সোমবার বিকালে সোয়েব খানকে আটকের পর রাতে ঘাতক সুজন খানের বন্ধু আমজাদ হোসেনকে আটক করে। 
নিহতের মা সেলিনা আক্তার ও চাচা আহসান উল্লাহ জানান, জাহেদা আক্তার মিশুকে সন্তোষপুর গ্রামের সালামত ব্যাপারীর ছেলে সোহেলের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর স্বামী সোহেল বিদেশ চলে যান। গত ২  বছর আগে বাবার মৃত্যুর পর মিশু মায়ের সঙ্গে চরমুঘুয়া বাবার বাড়িতেই থাকতেন। 
কিন্তু পিতার বাড়িতে মিশুকে বিয়ে করার জন্য তার সাবেক প্রেমিক পাশের বাড়ির আবুল বাশার খানের ছেলে সুজন খান বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতো এবং বিরক্ত করত।  এতে সাড়া না দেওয়ায় গত সোমবার ভোরে গৃহবধূ মিশুকে ঘরে ঢুকে ধারালো অ¯্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে।