মশক নিধনে চাঁদপুর পৌরসভার কার্যক্রম


সারাদেশে ডেঙ্গুর ভয়াবহতা বিবেচনা করে চাঁদপুর পৌরসভা গত ২ দিন ধরে পৌর এলাকার বিভিন্ন স্থানে মশার ঔষধ ছিটানো কার্যক্রম চালু করেছে। গতকাল সোমবার চাঁদপুর শহরের তালতলাস্থ সরকারি কোয়ার্টার, এসপি অফিস ও ডিসি অফিস সংলগ্ন স্থানসমূহ, গণপূর্ত বিভাগ, জেলা জজ সাহেবের বাংলোর আশপাশে মশক নিধন ঔষধ স্প্রে করেন পৌর কর্মচারী নাছির আখন্দ ও শাহজাহান প্রধানিয়া। কাজের তদারকি করেন পৌরসভার ভা-ার কর্মকর্তা ফয়সাল আহমেদ।
পৌর প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালীর কাছে জানতে চাওয়া হয় মশক নিধনের এ প্রক্রিয়া কি সরকারি অফিসসংলগ্ন এলাকাই সীমাবদ্ধ থাকবে? নাকি সাধারণ পৌর নাগরিকদের বাসা-বাড়ি সংলগ্ন স্থানেও স্প্রে করা হবে। জবাবে তিনি জানান, পৌর মেয়র নাছির উদ্দিন সাহেব পৌর উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে সরকারি ব্যবস্থাপনায় বর্তমানে বিদেশ সফরে আছেন। তিনি সার্বক্ষণিকভাবে সেখানে থেকেও পৌরসভার খোঁজখবর নিচ্ছেন এবং চাঁদপুরে যাতে ডেঙ্গুর প্রাদুর্ভাব না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও নির্দেশনা প্রদান করছেন। আমরা সে মোতাবেক পৌরসভার সকল স্থানে মশক নিধন কার্যক্রম গ্রহণ করেছি। মশক নিধনে পৌরসভায় যে ৫টি পগার মেশিন ছিলো তার ৩টিই নষ্ট। আমরা জরুরি ভিত্তিতে নতুন আরো একটি মেশিন ক্রয় করেছি। আশা করি আমরা ডেঙ্গুর হাত থেকে চাঁদপুরবাসীকে রক্ষা করতে পারবো। তবে এ ব্যাপারে সকলকেই সচেতনতা অবলম্বন করতে হবে। শুধু পৌরসভার উপর নির্ভর করে থাকলে হবে না। ডেঙ্গুর প্রভাব থেকে বাঁচতে হলে আমাদের বাসাবাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। তিনি মশক নিধনসহ আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।