• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

শিক্ষামন্ত্রীর স্বামীর সুস্থতা কামনায় জেলা কাজী সমিতির দোয়া

প্রকাশ:  ৩০ জুলাই ২০১৯, ০৯:৩০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির স্বামী সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী তৌফিক নাওয়াজের সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়ার আয়োজন করেছে চাঁদপুর জেলা কাজী সমিতি। জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে গতকাল সোমবার দুপুরে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। জেলা রেজিস্ট্রার মোহাম্মদ সেলিম মল্লিকের উপস্থিতিতে দোয়া অনুষ্ঠানে জেলা ও সদর উপজেলা কাজী সমিতির নেতৃবৃন্দসহ উল্লেখযোগ্য কাজী সাহেবগণ উপস্থিত ছিলেন।
    দোয়া     অনুষ্ঠানে     পবিত্র মিলাদ ও কিয়াম পরিচালনা করেন জেলা কাজী সমিতির সিনিয়র সহ-সভাপতি কাজী মাওঃ মোঃ সফিকুর রহমান। মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন ঐতিহ্যবাহী লতিফিয়া এনামিয়া দরবার শরীফের পীর সাহেব কাজী মাওঃ মোঃ মিসবাহুল ইসলাম লতিফি। দোয়া অনুষ্ঠানে উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওঃ মোঃ ফজলুল কবির পাটওয়ারী, সাধারণ সম্পাদক কাজী মাওঃ হাফেজ আব্দুল্লাহ আল মামুন সুফিয়ান, সহ-সভাপতি কাজী মাওঃ ছাদেক মোঃ ফারুক, প্রচার সম্পাদক কাজী মাওঃ এএইচএম আহসান উল্লাহ, সদর উপজেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওঃ মোঃ সাইদুর রহমান, সাধারণ সম্পাদক কাজী মাওঃ মোঃ ইসমাইল হোসেন খান এবং কাজী মাওঃ মোঃ আশেকুল আরেফিন, কাজী মাওঃ মোঃ হাসানুজ্জামান, কাজী মাওঃ মোঃ ওবায়েদুল্লাহ, কাজী আবদুল মতিন, কাজী মাওঃ মোঃ শাহ আলম প্রমুখ।
    দোয়ার পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় জেলা রেজিস্ট্রার বলেন, চাঁদপুরের মানুষ ভাগ্যবান ডাঃ দীপু মনি স্যারের মতো একজন ভালো মানুষকে তারা এমপি হিসেবে পেয়েছেন এবং দেশবাসীও ভাগ্যবান তাঁকে শিক্ষামন্ত্রী হিসেবে পেয়ে। তাঁর জেলায় আমি চাকরি করতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং স্বস্তিবোধ করছি। আমরা মহান রাব্বুল আলামিনের দরবারে তাঁর প্রিয়তম স্বামীর দীর্ঘায়ুসহ সুস্থতা কামনা করছি।