• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ঠিকাদার মোরশেদ আলমের দাফন সম্পন্ন

প্রকাশ:  ৩০ জুলাই ২০১৯, ০৯:২৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বর্তমান জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টনের সেজো ভাই প্রথম শ্রেণীর ঠিকাদার মোঃ মোরশেদ আলমের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার বাদ জোহর তাঁর জানাজা শেষে পৌর বাসস্ট্যান্ড সংলগ্ন কবরস্থানে তাঁকে  দাফন করা হয়। এর আগে বায়তুল আমিন রেলওয়ে জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মসজিদের পেশ ইমাম মাওঃ মোঃ তোয়াহা। জানাজার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল ও মসজিদ কমিটির সভাপতি আলহাজ এমএ বারী খান।
    জানা যায়, ঠিকাদার মোরশেদ আলম রোববার রাতে ঢাকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, সন্তানসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ঠিকাদার মোরশেদ আলম চাঁদপুর পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন এবং ২০০৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে নৌকা মার্কার প্রার্থী ডাঃ দীপু মনির নির্বাচনে ৮নং ওয়ার্ড কেন্দ্র কমিটির আহ্বায়ক ছিলেন।

 

শিক্ষামন্ত্রীর শোক

    চাঁদপুর পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা বিশিষ্ট ঠিকাদার মোরশেদ আলমের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। তিনি এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আওয়ামী লীগ নেতৃবৃন্দের শোক

    চাঁদপুর পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা বিশিষ্ট ঠিকাদার মোরশেদ আলমের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, চাঁদপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুলসহ নেতৃবৃন্দ। তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।