• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

নিখোঁজ মেয়েটি ফেনী থেকে উদ্ধার

প্রকাশ:  ২৯ জুলাই ২০১৯, ০৯:৫২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর শহরের দক্ষিণ বিষ্ণুদী বঙ্গবন্ধু সড়ক এলাকার হাজী বাড়ি থেকে ঝুমা আক্তার (১৪) নামে এক কিশোরী নিখোঁজ হওয়ার ৮-৯ ঘন্টার মাথায় ফেনী সদর মডেল থানা পুলিশ তার সন্ধান পেয়েছে। বর্তমানে সে ফেনী থানায় পুলিশ হেফাজতে রয়েছে। ঝুমা আক্তার গতকাল ২৮ জুলাই রোববার ভোর ৪-৫টার দিকে সে তার নিজ ঘর থেকে নিখোঁজ হয়। নিখোঁজ ঝুমা আক্তার বঙ্গবন্ধু সড়কের হাজী বাড়ির মোঃ টেলু মিজির  মেয়ে।
তার স্বজনরা জানায়, ঝুমার মা মারা গেছে কয়েক বছর আগে। তাই তাদের তিনবোনকে এক সাথেই ঘুমাতে হয়। শনিবার রাতে তারা তিনবোন একসাথে ঘরের মধ্যে ঘুমিয়ে ছিলো। রাত সাড়ে তিনটার দিকেও তার বড় বোন তাকে ঘুমানো অবস্থায় দেখতে পায়। কিন্তু ভোর বেলা ফজরের আজানের পরে তাকে আর ঘরে দেখতে পায়নি বোনরা। পরে স্বজনরা পরিচিত সবস্থানে তাকে খোঁজাখুঁজি করে কোথাও তার সন্ধান পায়নি। তবে ঝুমা মানসিকভাবে কিছুটা অসুস্থ বলে জানা গেছে।
এদিকে  তাকে খুঁজে না পাওয়ায় চাঁদপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছে তার স্বজনরা। জিডি নং ১৬৮০, তারিখ : ২৮/০৭/২০১৯ খ্রিঃ।
এদিকে গতকাল রাত আনুমানিক ৯টার দিকে চাঁদপুর সদর মডেল থানায় খবর আসে ঝুমা আক্তারকে ফেনী শহরে পাওয়া গেছে, সে এখন ফেনী সদর মডেল থানা হেফাজতে রয়েছে। এ সংবাদ পাওয়ার পর চাঁদপুর মডেল থানা পুলিশ ঝুমার আত্মীয়-স্বজনসহ রাতে ফেনী যাওয়ার উদ্যোগ নেয়।
এ বিষয়ে গতকাল রাত ১০টার দিকে এ প্রতিবেদক ফেনী সদর মডেল থানার ডিউটি অফিসার এএসআই জয়নালের সাথে কথা হলে তিনি জানান, ঝুমা আক্তার নামে ওই মেয়েটি দুপুরের দিকে ফেনী থানার আশপাশে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তার নাম পরিচয় জিজ্ঞেস করে। তখন সে তার ঠিকানা এবং নাম পরিচয় বলে। সে তখন জানায় ভোরবেলায় সে ট্রেনে করে ফেনী চলে এসেছে। এরপর তাকে থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়।