• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

আজ হাজীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডে উপ-নির্বাচন

প্রকাশ:  ২৯ জুলাই ২০১৯, ০৯:৫১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 আজ সোমবার হাজীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডে কাউন্সিলর পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।
শান্তিপূর্ণ নির্বাচন গ্রহণের লক্ষ্যে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে চাঁদপুর কণ্ঠকে জানিয়েছেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবুল কাশেম। নির্বাচনে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন : টেবিল ল্যাম্প প্রতীকে জহির আহমেদ জহির, ডালিম প্রতীকে কাজী দুলাল, উট পাখি প্রতীকে মুরাদ হোসেন মিরন কাজী, পাঞ্জাবী প্রতীকে মোঃ হানিফ ভূঁইয়া ও ব্রীজ প্রতীকে মোঃ জাহাঙ্গীর হোসেন।
নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন ও পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকলেও প্রার্থীদের মধ্যে এলাকাভিত্তিক প্রভাব বিস্তারের কারণে এ নির্বাচনে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে উল্লেখ করে মোঃ আবুল কাশেম জানান, নির্বাচনে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও সদস্য দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, সম্প্রতি উক্ত ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাশেম মারা যাওয়ায় ওয়ার্ডটি শূন্য ঘোষণা করা হয়।