• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার্থীদের সাথে পুলিশের সচেতনতামূলক সভা

শুধু গুজবই নয়, মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের মতো সামাজিক বিষয়েও সতর্ক থাকতে হবে : অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান

প্রকাশ:  ২৯ জুলাই ২০১৯, ০৯:৪৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সদর থানাধীন বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের সাথে সাম্প্রতিক বিষয় নিয়ে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুলাই রোববার সকাল ১০টায় বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের প্রাত্যহিক সমাবেশে এ সভা অনুষ্ঠিত হয়।
গলাকাটা নিয়ে গুজব, বন্যা মোকাবেলা ও নিরাপত্তায় করণীয়, ইভটিজিং, জঙ্গিবাদ, মাদক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয় নিয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে সচেতনতা বৃদ্ধির নিমিত্তে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে   দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোঃ মিজানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন বাবুরহাট  উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ, পুলিশ পরিদর্শক মোঃ রেজাউল, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য শেখ মোঃ আব্দুল হাই, সালমান শেখ, মির্জা সেলিমসহ বাবুরহাট স্কুল এন্ড কলেজের দুই শাখার শিক্ষক ও শিক্ষার্থীরা।
পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান তাঁর বক্তব্যে আরো বলেন, সেতু নির্মাণে রড, সিমেন্ট, বালু ও মানুষের পরিশ্রম লাগে, মানুষের কল্লা নয়। তাই যারা এসব সোস্যাল মিডিয়ায় রটাচ্ছে তা সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন। তাই এইসব গুজব রটানোকারীদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি।
শিক্ষার্থীদের সচেতন করতে আরো বলেন, সামাজিকভাবে নিজ দায়িত্ববোধ থেকে সকল ষড়যন্ত্রের ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। সন্দেহজনক কোনো কিছু দেখলে তোমরা তাৎক্ষণিক শিক্ষক বা অভিভাবকদেরকে জানাবে। শুধু গুজবই নয়, তোমাদেরকে মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং ও মৌলবাদের মতো সামাজিক ব্যাধিগুলোর বিষয়েও সতর্ক থাকতে হবে। আমরা সবাই মিলেমিশে চাঁদপুরকে আরো সুন্দর করে তুলবো এই  হোক আমাদের প্রত্যাশা।