• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

স্ট্যাম্প ভেন্ডার চাঁদপুর শাখার আলোচনা সভা

প্রকাশ:  ২৯ জুলাই ২০১৯, ০৯:৪৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 গত ২৭ জুলাই শনিবার সকাল ১০টায় চাঁদপুর জেলা সাব-রেজিস্ট্রার অফিসে বাংলাদেশ স্ট্যাম্প ভেন্ডার সমিতি চাঁদপুর জেলা শাখার আয়োজনে ২% টাকা কমিশনের স্থলে ১০% টাকা দাবিতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভাটি জেলা ভেন্ডার সমিতির সভাপতি মোঃ নূরুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন চাঁদপুর কোর্ট ভেন্ডার সমিতির সভাপতি মোঃ সফিকুর রহমান, কোর্ট ভেন্ডার সদস্য মোঃ কামাল, জেলা কোর্ট ভেন্ডার সদস্য সঙ্কর সাহা, সমিতির সদস্য মাওঃ মোঃ সাইফুল্লাহ্, হাজীগঞ্জ উপজেলা ভেন্ডার সমিতির সাধারণ সম্পাদক মামুন রশিদ স্বপন, সমিতির সদস্য কাজী আঃ রহমান জসিম, আবুল কালাম আজাদ, মোঃ ইমরান মিয়া, কচুয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, শাহরাস্তি উপজেলা কমিটির সদস্য দীন ইসলাম, মতলব দক্ষিণ উপজেলা কমিটির সদস্য নূর মোহাম্মদ, মোঃ সাদেকুর রহমান তালুকদার, ফরিদগঞ্জ উপজেলা কমিটির সদস্য মোঃ সাইফুল্লা, মতলব উত্তর উপজেলার ভেন্ডার মোঃ মেজবাউদ্দিন। উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলার অনেক ভেন্ডার। সভায় আগামী ৩ আগস্ট শনিবার সকাল ১০টায় আবারও আলোচনা হবে বলে জানিয়েছেন জোলা সভাপতি ও সাধারণ সম্পাদক।