মধুসূদন উচ্চ বিদ্যালয়ের বাণিজ্যিক ভবন নির্মাণ কাজ উদ্বোধন


পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের বাণিজ্যিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গত ২৭ জুলাই শনিবার সকালে চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ জাহাঙ্গীর আখন্দ সেলিম ভবন নির্মাণ কাজের উদ্বোধনকালে বলেন, ভয়াবহ মেঘনার ভাঙ্গনের ফলে পুরাণবাজারের এরিয়া দিন দিন ছোট হয়ে আসছে। আমরা চেষ্টা করছি ঐতিহ্যবাহী পুরাণবাজারের অস্তিত্ব ধরে রাখতে। আমরা ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিসহ সামাজিক কর্মকা-ের উন্নয়নের প্রতিও নজর রাখছি। নজর রাখছি শিক্ষার মান বৃদ্ধিতে। পুরাণবাজারের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা যাতে ভালো ফলাফল অর্জন করতে পারে, সে ব্যাপারে শিক্ষক ম-লীও আন্তরিক রয়েছেন। আর এ জন্যে আমরা পরিবেশের প্রতিও নজর রাখছি। তিনি আরো বলেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যাতে বখাটেদের উপস্থিতি দেখা না যায়, সেই ব্যাপারে সকলে সচেতন হবেন। বখাটে ও ইভটিজারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে বাণিজ্যিক ভবন নির্মাণ কাজের উল্লেখ করে বলেন, বিদ্যালয়ের আর্থিক অবস্থার উন্নয়ন হলে আমরা তা শিক্ষা বিস্তারে কাজে লাগাতে পারবো। পুরাণবাজারে এমন একটা বিদ্যালয় চাই, যেখানে নতুনবাজার সহ বিভিন্ন স্থান থেকে ছাত্র-ছাত্রীরা ছুটে আসবে বিদ্যা অর্জনের জন্য।
নির্মাণ কাজের উদ্বোধন কালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মিজানুর রহমান খান বাদল, জাকির হোসেন খান শিপন, মানিক ঘোষ, বিশিষ্ট ব্যবসায়ী সিহাদ শাহরিয়ার আখন্দ, রিভারসাইড কিন্ডারগার্টেনের পরিচালক মাহবুবুর রহমান মানিক, ঠিকাদার মোঃ ইসমাইল হোসেন সহ অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ হোসাইন। বাণিজ্যিক ভবন নির্মাণ কাজের দায়িত্ব পেয়েছেন মিম বিল্ডিং কনস্ট্রাকশন। বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে চতুর্থতলা ভবন নির্মাণের ফাউন্ডেশন গ্রহণ করা হলেও প্রথম পর্যায়ে একতলা ভবন নির্মাণ করা হবে বলে জানান প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস।