• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ইন্টারেক্ট জেলার ৭ম অভিষেক এবং ইন্টারেক্ট ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের দ্বাদশ অভিষেক অনুষ্ঠান

আমি রোটারিয়ান না হয়েও রোটারী কার্যক্রমকে ভালোবাসি : উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান

প্রকাশ:  ২৭ জুলাই ২০১৯, ০৮:৪৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 আনন্দঘন পরিবেশে ইন্টারেক্ট জেলার ৭ম অভিষেক এবং ইন্টারেক্ট ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের দ্বাদশ অভিষেক অনুষ্ঠান বিভিন্ন ইন্টারেক্ট ক্লাব সদস্যসহ আমন্ত্রিত অতিথিবর্গের ব্যাপক উপস্থিতিতে সম্পন্ন হয়েছে। ২৬ জুলাই শুক্রবার বেলা সাড়ে ১১টায় চাঁদপুর রোটারী ক্লাব মিলনায়তনে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রোটারী জেলা ৩২৮২-এর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর রোটারিয়ান কাজী শাহাদাত পিএইচএফ। তিনি তাঁর বক্তব্যে বলেন, রোটারী ক্লাব কোনো ক্ষয়িষ্ণু সংগঠন নয়। রোটারী ক্লাব হলো বর্ধিষ্ণু সংগঠন, যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। লিডারশিপ তৈরিতে রোটারীর যে চিন্তা-চেতনা তা অনন্য। নেতৃত্বের পরিবর্তন আর রোটারিয়ানদের সুন্দর মন-মানসিকতার কারণেই রোটারী কার্যক্রম এগিয়ে যাচ্ছে এবং রোটারী ১১৪ বছর বেঁচে আছে।
অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। তিনি বলেন, তারুণ্যই শক্তি আর তারাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। আমি রোটারিয়ান না হয়েও রোটারী কার্যক্রমকে ভালোবাসি এ জন্যে যে, রোটারী লিডারশীপ সারা বিশ^ব্যাপী, চাইলেই যে কেউ এর কার্যক্রমকে ঘরে আটকে রাখতে পারবে না।
তিনি আরো বলেন, আমরা অনেকেই জামা-কাপড়ে আধুনিক হতে পারলেও মন থেকে আধুনিক হতে পারিনি। ভালো কাজ আর সামাজিক উন্নয়ন কাজেও অবদান রাখতে পারিনি। দেশের উন্নয়নে, আর মানুষের কল্যাণে নিজেকে উদারভাবে গড়ে তুলতে পারিনি। যদি পারতাম তাহলে বর্তমান তথ্য-প্রযুক্তির আমলেও পদ্মাসেতু নির্মাণে মানুষের মাথা লাগবেÑএমন ধরনের আজগুবি গল্প কেউ বিশ^াস করতো না। আর ছেলেধরা সন্দেহে গুজবে কেউ কান দিতো না। ফলে গুজব সৃষ্টিকারীদের হাতে নির্মম নিষ্ঠুরভাবে কেউ প্রাণ দিতো না।
তিনি তরুণদের উদ্দেশ্যে করে বলেন, সেবামূলক কাজের ফাঁকে তোমাদের সময়োপযোগী কার্যক্রম হাতে নিতে হবে। মনে-প্রাণে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। তিনি কোনো প্রকার গুজবে কান না দেয়াসহ জনসচেতনতা বৃদ্ধিতে তরুণদের কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিআইসিসি কয়েস আহম্মদ সুমন। পবিত্র কোরআন তেলওয়াত আর জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা হয়। ২০১৮-২০১৯ রোটারী বর্ষের বিদায়ী ডিআইআর ইন্টারেক্টর আহনাফ উল মাহী (আরআইডি ৩২৮২) ২০১৯-২০২০ রোটারী বর্ষের ডিআইআর মেহেদী হাসান সিয়ামের নিকট কলার হস্তান্তর করেন। অনুষ্ঠানে রোটারী প্রত্যয় পাঠ করেন ইন্টারেক্টর নাজমুল ইসলাম আকিল। দ্বিতীয় অধিবেশনে ইন্টারেক্ট ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের ক্লাব সভাপতি জিসান আহস্মেদ আইপিপি ইন্টারেক্টর মোঃ ইশতিয়াক খন্দকারের কাছ থেকে ক্লাব কলার গ্রহণ করেন।
অভিষেক অনুষ্ঠানের প্রতিটি পর্বই ছিল আনন্দঘন।