• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

সনাক-চাঁদপুরের আয়োজনে তথ্য অধিকার (আরটিআই) সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে মুখ্য ভূমিকা পালন করতে পারে : অধ্যক্ষ রতন কুমার মজুমদার

প্রকাশ:  ২৭ জুলাই ২০১৯, ০৮:৪৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

‘তথ্যের গোপনীয়তা দুর্নীতি বাড়ায়, তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়ন চাই’ এই শ্লোগান নিয়ে তথ্য অধিকার আইন, ২০০৯-এর ব্যাপক প্রচারণা এবং আইনটির যথাযথ ব্যবহারের সক্ষমতা তৈরি ও ব্যক্তিগতভাবে আইনটির প্রয়োগ ত্বরান্বিতকরণে উৎসাহিত করার লক্ষ্যে টিআইবি’র উদ্যোগে সনাক-চাঁদপুরের ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস্ সদস্যবৃন্দের অংশগ্রহণে তথ্য অধিকার সপ্তাহ পালন উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা আয়োজন করা হয়ে॥ে বৃহস্পতিবার সমাপনী দিনের কর্মসূচি পুরাণবাজার ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়। তথ্য অধিকার আইনের উদ্দেশ্য, তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে তরুণ, শিক্ষার্থীসহ সাধারণ জনগণকে ওরিয়েন্টশন/ধারণা প্রদান, আগ্রহীদের তথ্য পাওয়ার জন্যে আবেদন ফরম পূরণ ও আপীল করার প্রক্রিয়া হাতে-কলমে শেখানো এবং প্রযোজ্য ক্ষেত্রে আবেদন প্রক্রিয়ায় সহায়তা করা এবং তরুণ, শিক্ষার্থীসহ সাধারণ জনগণের মধ্যে তথ্য চেয়ে আবেদন করার প্রবণতা বৃদ্ধি করার লক্ষ্যে তথ্য ও পরামর্শ ডেস্ক স্থাপন, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার। তিনদিনে তিনটি কলেজের প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে তথ্য চেয়ে আবেদন করেন। যা পরবর্তীতে সনাকের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হবে।
প্রধান অতিথির বক্তব্যে পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার বলেন, তথ্য অধিকার আইনটি একটি গুরুত্বপূর্ণ আইন। সনাকের এই উদ্যোগটি খুবই ভালো। এই কর্মসূচিটির ফলে সবেচেয়ে বড় কাজ যেটি হলো সেটি হচ্ছে দেশের তরুণ সমাজকে সচেতনতার আওতায় আনা। আমাদের অনেক অধিকার আছে তার মধ্যে অন্যতম হলো তথ্য পাওয়ার অধিকার। তিনি বলেন, সরকারের উঁচু থেকে নিচু পর্যায় পর্যন্ত সকলকে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনতে হবে। আমাদেরকে সচেতন হতে হবে। কারণ সচেতন না হলে তথ্য পাওয়া যাবে না। প্রত্যেক নাগরিকের তথ্য পাওয়ার অধিকার রয়েছে। সরকারের উঁচু থেকে নিচু পর্যায় পর্যন্ত যখন জনগণ তথ্য পাওয়ার অধিকার পাবে তখন গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা পাবে। যুব সমাজকে যেকোনো অন্যায় থেকে দূরে থাকতে হবে এবং যেকোনো অন্যায় কাজকে প্রতিহত করতে হবে। তিনি আরও বলেন, জনগণ রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে তথ্য পাওয়ার অধিকার রাখে। দুর্নীতি প্রতিরোধ করতে হলে এ প্রজন্মকে সামনে এগিয়ে আসতে হবে। আর দুর্নীতি রোধ করতে হলে আগে তোমাদেরকে তথ্য অধিকার সম্পর্কে জানতে হবে। কারণ তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে মুখ্য ভূমিকা পালন করতে পারে। আমি আশা করছি সনাক-টিআইবি’র আজকের এই কর্মসূচির ফলে শিক্ষার্থীরা অনেক উপকৃত হয়েছে। এ ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্যে তিনি সনাক-টিআইবিকে ধন্যবাদ জানান।
টিআইবি’র এরিয়া ম্যানেজার মোঃ মাসুদ রানা তথ্য অধিকার আইন সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সকলকে ধারণা প্রদান করেন। অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। তারপর ‘স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিতকরণে তথ্য অধিকার আইনের ভূমিকা অধিক’ বিষয়ের বিতর্ক প্রতিযোগিতা ও তথ্য অধিকার বিষয়ক ক্ইুজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল পর্বে পক্ষ দলে চাঁদপুর সরকারি কলেজ এবং বিপক্ষ দলে চাঁদপুর সরকারি মহিলা কলেজ অংশ নেয়। অত্যন্ত প্রাণবন্ত এই বিতর্কে চাঁদপুর সরকারি মহিলা কলেজ .৫০ নম্বরের ব্যবধানে জয়লাভ করে। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টিআইবি’র রাজন চন্দ্র দে’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য অধ্যাপক শাহানারা বেগম। শুভেচ্ছা বক্তব্য রাখেন পুরাণবাজার ডিগ্রি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ শামছল আলম, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ হাবীবুর রহমান পাটওয়ারী। বিতর্কে বিচারক হিসেবে ছিলেন টিআইবি’র এরিয়া ম্যানেজার মোঃ মাসুদ রানা, মোঃ হাবীবুর রহমান পাটওয়ারী  ও অধ্যাপক শাহানারা বেগম। মডারেটর হিসেবে ছিলেন চাঁদপুর সরকারি কলেজ ডিবেট ফোরামের সভাপতি ভিভিয়ান ঘোষ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুরাণবাজার ডিগ্রি কলেজের সমাজকর্ম বিভাগের প্রভাষক মোঃ মিজানুর রহমানসহ সনাক-এর ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস্ সদস্যবৃন্দ, টিআইবি’র কর্মীবৃন্দ ও চাঁদপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীবৃন্দ।    

 

সর্বাধিক পঠিত