হাইমচরে মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও সন্ত্রাসবিরোধী অবহিতকরণ সভা


হাইমচরে মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও সন্ত্রাসবিরোধী আলোচনা এবং অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বেলা ১১টায় ১নং গাজীপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। গাজীপুর ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান গাজীর সভাপ্রধানে ও সচিব নির্মল পালের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসি বেগম। তিনি বলেন, মাদক, বাল্যবিবাহ ও সন্ত্রাসবিরোধী প্রতিরোধ গড়ে তোলা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। সমাজে এদের কারণে প্রতিনিয়ত ঘটছে নানা ঘটনা। সমাজে যেমন ভালো মানুষ আছে, তেমনি খারাপ মানুষও আছে। খারাপ লোকদের চিহ্নিত করে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি আরো বলেন, গুজবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে মানুষের মাঝে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে তা নির্মূলে আমাদেরকে সচেতন হতে হবে। আপনার এলাকায় কোনো ব্যক্তিকে যদি সন্দেহ হয় তাৎক্ষণিক থানা পুলিশকে অবহিত করবেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাইমচর থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি মেম্বার খাজা আহমেদ তালুকদার, মৎস্য ব্যবসায়ী হুমায়ুন কবির বাবুল, দেলোয়ার গাজী, মন্টু হাওলাদার ও আব্দুল হাই দর্জি। উপস্থিত ছিলেন ইউপি সদস্য রামকৃষ্ণ সরকার, মুনচুর মিজি, নূরু মৃধা, হাবিবুর রহমান রাঢ়ী, মহিলা ইউপি সদস্য ফাতেমা বেগম, রাবেয়া বেগম, খাদিজা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।