• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

হাইমচরে মাধ্যমিক শিক্ষক সমিতির অভিষেক অনুষ্ঠান

প্রকাশ:  ২৭ জুলাই ২০১৯, ০৮:৪০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 হাইমচরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী। তিনি বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়নে হাইমচর উপজেলার শিক্ষকগণ যে পরিশ্রম করে যাচ্ছেন তা সত্যিই প্রশংসনীয়। চাঁদপুরের অন্যান্য উপজেলার তুলনায় হাইমচর উপজেলার সকল পর্যায়ের পরীক্ষার সাথে মাধ্যমিক পর্যায়ের পরীক্ষার ফলাফলও সন্তোষজনক। তিনি আরো বলেন, গুজব প্রতিরোধে প্রতিটি বিদ্যালয়ে মা সমাবেশসহ সচেতনতামূলক বিভিন্ন সভা-সেমিনার করতে হবে। শিক্ষকদের বিভিন্ন দাবির প্রেক্ষিতে তিনি বলেন, বেসরকারি শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আপনাদের সাথে আমি একমত পোষণ করে মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির কাছে আপনাদের দেয়া সকল দাবি উপস্থাপন করে তার সাথে আপনাদের সৌজন্য সাক্ষাতের ব্যবস্থা করে দেবো এবং হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ভবন নির্মাণে আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে যথেষ্ট সহযোগিতা করবো।
গত বৃহস্পতিবার বেলা ১১টায় দুর্গাপুর উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক সমিতির সভাপতি মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগম, হাইমচর থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম খান, মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেন ও হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ টেলু, দুর্গাপুর উবির প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, গন্ডামারা উবির প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন, কেভিএন উবির প্রধান শিক্ষক নুরুল আমিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামরাঙ্গা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ হোসেন, গণি উবির প্রধান শিক্ষক মোঃ আব্বাস উদ্দিন, সফরমালী উবির প্রধান শিক্ষক আবুল কাশেম, পুরাণবাজার মধুসূদন উবির প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস, আক্কাছ আলী রেলওয়ে একাডেমীর প্রধান শিক্ষক মোঃ গোফরান হোসেন, লেডী দেহলভী বালিকা উবির প্রধান শিক্ষক মোঃ ইলিয়াছ মিয়া, শহীদ জাবেদ উবির প্রধান শিক্ষক মোঃ ফারুকুল ইসলাম, ষোলঘর আদর্শ উবির প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম। এছাড়া হাইমচর উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।